সেঞ্চুরি ইমরুল, তুষারের
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য ওয়ানডে দল থেকে ছেড়ে দেওয়া ইমরুল কায়েস ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে করেছেন সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেটে আরেকটি সেঞ্চুরিতে দক্ষিণাঞ্চলকে লিড এনে দিয়েছেন তুষার ইমরান।
বিসিএলের তৃতীয় রাউন্ডের তৃতীয় দিনের খেলা শেষে দক্ষিণাঞ্চলের সংগ্রহ ৮ উইকেটে ৪২৯ রান। এগিয়ে ২১ রানে।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ২ উইকেটে ১২৫ রান নিয়ে মঙ্গলবারের খেলা শুরু করে দক্ষিণাঞ্চল। ৫৮ রান নিয়ে দিন শুরু করা ইমরুল প্রথম সেশনে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ষোড়শ সেঞ্চুরি তুলে নেন।
১৩১ বলে খেলা ইমরুলের ১১৮ রানের ইনিংসটি গড়া ১৪টি চার ও ৬টি ছক্কায়। তাকে বোল্ড করে নিজের প্রথম উইকেট নেন উত্তরাঞ্চলের তাইজুল ইসলাম। ভাঙেন ১৪৩ রানের জুটি।
আল আমিন জুনিয়রের সঙ্গে ৮৮, নুরুল হাসানের সঙ্গে ৫১ রানের দুটি জুটিতে দলকে এগিয়ে নেন তুষার ইমরান। দলের সংগ্রহ চারশ ছোঁয়ার আগে ফিরে যান আবদুর রাজ্জাক।
অবিচল ছিলেন প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক তুষার। ২৬তম সেঞ্চুরিতে দলকে এনে দিয়েছেন লিড। ২৯১ বলে খেলা তার অপরাজিত ১৪৮ রানের ইনিংসটি গড়া ১৬টি চারে। কামরুল ইসলাম রাব্বি খেলছেন শূন্য রানে।
উত্তরাঞ্চলের পেসার শফিউল ইসলাম ৩ উইকেট নেন ৫৪ রানে। তাইজুল ১৩৬ রানে নেন তিনটি।
সংক্ষিপ্ত স্কোর:
উত্তরাঞ্চল ১ম ইনিংস: ৪০৮
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ১১৪ ওভারে ৪২৯/৮ (শাহরিয়ার ১৪, সৌম্য ২৯, ইমরুল ১১৮, তুষার ১৪৮*, মোসাদ্দেক ৮, আল আমিন জুনিয়র ৪৬, নুরুল ৩৫, রাজ্জাক ১৯, দেলোয়ার ৪, রাব্বি ০*; শফিউল ৩/৫৪, শুভাশিস ১/১০৩, তাইজুল ৩/১৩৬, নাঈম ০/৪৪, আরিফুল ১/৮১, শান্ত ০/৩)