September 8, 2024, 8:27 am

সংবাদ শিরোনাম
কেরাণীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ কুড়িগ্রামে ট্রাক চাপায় পল্লি চিকিৎসক নিহত আত্মশুদ্ধির মাধ্যমে দেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। …. মাওলানা উবায়দুল্লাহ ফারক পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু পার্বতীপুরে ছাত্র জনতা গনহত্যায় নিহত ও আহত শিক্ষার্থীদের স্মরণে শহিদী মার্চ প্রবীণ হিতৈষী সংঘের প্রশাসকের অপসারণ ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় পুলিশ সুপার মোশাররফ হোসেন শ্রমিক দলের আহবায়ক গফুর হাসানকে নিজ এলাকায় ফুল দিয়ে বরন কুড়িগ্রামের রৌমারীতে সাঁকো নির্মাণ করলো বিজিবি ছাত্র-জনতা রেড ক্রিসেন্টে সোসাইটি লক্ষ্মীপুরে ত্রাণ সামগ্রী বিতরণ

আগুনের ঘটনায় সবরমতি এক্সপ্রেসে ১১ জনের মৃত্যুদণ্ড রদ

আগুনের ঘটনায় সবরমতি এক্সপ্রেসে ১১ জনের মৃত্যুদণ্ড রদ

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ভারতের গুজরাট রাজ্যের গোধরায় সবরমতি এক্সপ্রেস ট্রেনে অগ্নি-বিপর্যয়ের ঘটনায় মৃত্যুদণ্ডে দত ১১ জনের সাজা পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে উচ্চ আদালত।

বাদী ও বিবাদীদের উভয়পক্ষ থেকে করা এক সেট আপিলের রায়ে সোমবার এ আদেশ ঘোষণা করেছে গুজরাট হাইকোর্ট, খবর এনডিটিভি ও আনন্দবাজারের।

২০০২ সালে অযোধ্য থেকে ফেরার সময় গুজরাটের গোধরা স্টেশনে সবরমতী এক্সপ্রেস ট্রেনের একটি কামরায় অগ্নি-বিপর্যয়ের ঘটনা ঘটে। ওই ঘটনায় ৫৯ জনের মৃত্যু হয়। যাদের অধিকাংশই হিন্দু তীর্থযাত্রী ‘কর সেবক’।

নাশকতার অভিযোগ ওঠা এই ঘটনাকে কেন্দ্র করে গুজরাটজুড়ে ব্যাপক সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে। দাঙ্গায় হাজারেরও বেশি মানুষ নিহত হয়। যাদের অধিকাংশই মুসলিম।

গোধরার ঘটনায় খুন ও ষড়যন্ত্রের অভিযোগে মোট ৯৪ জন মুসলিমকে আসামি করে মামলা দায়ের করা হয়েছিল।

২০১১ সালে দেওয়া রায়ে আদালত খুন, খুনের চেষ্টা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে ৩১ জনকে দোষী সাব্যস্ত করে দ- দেয় এবং ৬৩ জনকে বেকসুর বলে ঘোষণা করে। দ-প্রাপ্তদের মধ্যে ১১ জনকে মৃত্যুদ- ২০ জনকে যাবজ্জীবন কারাদ- দেওয়া হয়েছিল।

উচ্চ আদালতের রায়ে শুধু মৃত্যুদ- প্রাপ্তদের সাজা পরিবর্তন করে বাকি আদেশগুলো বহাল রাখা হয়েছে। ওই ১১ জনের মৃত্যুদ- রহিত করে উচ্চ আদালত তাদের যাবজ্জীবন কারাদ- দিয়েছে। যাবজ্জীবন পাওয়া অন্য ২০ জনের সাজা বহাল রয়েছে।

অভিযোগ থেকে মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে অগ্নি বিপর্যয়ের ঘটনার প্রধান পরিকল্পক বলে কথিত মৌলভি উমরজিও রয়েছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর