ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
আগের ম্যাচে দিজোঁকে গোলবন্যায় ভাসানো পিএসজিকে লিওঁর বিপক্ষে দেখা যায়নি চেনা রূপে। পিছিয়ে পড়ার পর সমতার স্বস্তি ফিরলেও তা স্থায়ী হয়নি। শেষ মুহূর্তে গোল হজম করে হেরেছে নেইমারকে ছাড়া খেলতে নামা উনাই এমেরির দল।
রোববার রাতে লিওর মাঠে ২-১ গোলে হেরে যাওয়া পিএসজি ২২ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিওঁ।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই পিছিয়ে পড়ে পিএসজি। প্রায় ৩০ গজ দূর থেকে ফরাসি ফরোয়ার্ড নাবিল ফেকিরের বাঁকানো ফ্রি কিক পোস্টের ভেতরের কানায় লেগে ঠিকানা খুঁজে পায়।
দ্বাদশ মিনিটে এদিনসন কাভানির হেড সোজা গোলরক্ষকের গ্লাভসে জমে গেলে সমতায় ফেরা হয়নি আগের ম্যাচে দিজোঁকে ৮-০ গোলে উড়িয়ে দেওয়া পিএসজির। চোট পাওয়া কিলিয়ান এমবাপেকে ৩৬তম মিনিটে তুলে নিয়ে ইউলিয়ান ড্রাক্সলারকে নামান পিএসজি কোচ।
প্রথমার্ধের যোগ করা সময়ে সমতার স্বস্তি ফেরে পিএসজি শিবিরে। ডান দিক থেকে ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেসের বাড়ানো ক্রসে লেইভিন কুরজাওয়ার বাঁ পায়ের জোরালো ভলি চোখের পলকে জালে জড়ায়। লিওঁ গোলরক্ষকের কিছুই করার ছিল না।
দ্বিতীয়ার্ধের শুরুতে বড় ধাক্কা খায় পিএসজি। লিওঁর আলভারোকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন আলভেস।
যোগ করা সময়ে ড্রয়ের স্বস্তিটুকুও উবে যায় পিএসজির। ডি-বক্সের বাইরে থেকে মেমফিস ডিপাইয়ের শট ঠিকানা খুঁজে পেলে লিগে পাঁচ জয়ের পর প্রথম ও মোট দ্বিতীয় হার নিয়ে মাঠ ছাড়ে এমেরির দল।