January 13, 2025, 1:54 pm

সংবাদ শিরোনাম

এখন বাংলাদেশ অনেক বড়

এখন বাংলাদেশ অনেক বড়

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

প্রায় তিন বছর পর ফিরেছেন দলে। ফিরে দেখছেন ড্রেসিং রুমের বদলে যাওয়া আবহ। উপলব্ধি করতে পারছেন ড্রেসিং রুমের ওজনও, যেটি এখন অর্জন ও অভিজ্ঞতায় দারুণ সমৃদ্ধ। নিজেকে এই ড্রেসিং রুমের উপযুক্ত করে তুলতে চান এনামুল হক।

২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন এনামুল। এরপর থেকেই ছিলেন দলের বাইরে। ওই বিশ্বকাপ দিয়েই বাংলাদেশ ক্রিকেটের নতুন উচ্চতায় ওঠা শুরু। মাঝের এই তিন বছরে দল নিত্য ছাড়িয়ে গেছে নিজেদের।

দলের ফেরার পর সেই বদলটা দেখতে পারছেন এনামুলও। দলের আত্মবিশ্বাসের হাওয়া স্পর্শ করেছে তাকেও। নিজেকেও তুলে নিতে চান সেই উচ্চতায়।

“আমরা সবাই এখন দল হিসেবে খেলছি। সবাই চেষ্টা করছে বাংলাদেশকে বড় জায়গায় নিয়ে যেতে। আমাদের দলে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার আছেন, যারা একা হাতে ম্যাচ জেতাতে পারেন, যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন। এ ছাড়া সবাই স্বাধীনতা নিয়ে খেলছেন, যা খুব দরকার ছিল।”

“ড্রেসিংরুমে থাকলে একটা ভালো লাগা কাজ করে। তামিম ভাইয়ের ১১ হাজার রান, সাকিব ভাইয়ের ১০ হাজার রান, মুশফিক ভাইয়ের ৩০০ ম্যাচ, মাশরাফি ভাইয়ের নেতৃত্ব, রিয়াদ ভাইয়ের মতো দারুণ লড়াকু, মুস্তাফিজের মতো এ রকম একজন ক্রিকেটার, ড্রেসিং রুমটা এখন অনেক ভারী। যেখানে থাকলে মনে হয় আমাকেও আরো ভালো কিছু করতে হবে। ড্রেসিংরুমে থাকলে মনে হয়, বাংলাদেশ এখন অনেক বড়।”

Share Button

     এ জাতীয় আরো খবর