সাংবাদিক সালাম রেজা স্মৃতি ব্যাডমিন্টন র্টুনামেন্ট-২০১৮ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :
পটুয়াখালীর কলাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে সাংবাদিক সালাম রেজা স্মৃতি ব্যাডমিন্টন র্টুনামেন্ট-২০১৮’র ফাইনাল খেলা। বুধবার রাতে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো.তানভীর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন মিলন, আকিজ সিমেন্টের বরিশাল এরিয়া ইনচার্জ (সেলস) মো. সাইফুল ইসলাম, ইস্পাহানির টেরিটরি সেলস অফিসার প্রকাশ কুমার বিশ্বাস, আকিজ সিমেন্টের পরিবেশক সোহাগ ভুইয়া। টুর্নামেন্ট পরচিালনা কমিটির সদস্য সচিব মিজানুর রহমান বুলেটের সভাপতিত্বে এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক জাহিদ রিপন।
আকিজ সিমেন্ট ও ইস্পাহানি লি: এর সহযোগিতায় কলাপাড়া রিপোটার্স ইউনিটি অয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় জহিরুল ইসলাম মিরন (বাংলা ভিশন) ও ফরিদ উদ্দিন বিপু (দৈনিক বর্তমান) সাংবাদিক জুটি চ্যাম্পিয়ন এবং সোলায়মান পিন্টু (দৈনিক খোলা কাগজ) ও আবুল হোসেন রাজু (নিউজ৭১) সাংবাদিক জুটি রানার আপ হয়। ম্যান অফ সিরিজি প্রদান করা হয় সাংবাদিক আসলাম শিকাদারকে। এসময় প্রধান অতিধি ও বিশেষ অতিথিদের কলাপাড়া রিপোর্টার্স পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।