January 13, 2025, 11:55 am

সংবাদ শিরোনাম

এস্পানিওল মাটিতে নামাল বার্সাকে

এস্পানিওল মাটিতে নামাল বার্সাকে

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

উড়তে থাকা বার্সেলোনাকে মাটিয়ে নামিয়েছে এস্পানিওল। পরাজয়ের স্বাদ ভুলতে বসা এরনেস্তো ভালভেরদের শিষ্যদের হারিয়ে দিয়েছে নগর প্রতিদ্বন্দ্বীরা।

বুধবার রাতে কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে এস্পানিওলের মাঠে ১-০ গোলে হেরেছে বার্সেলোনা।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৯ ম্যাচ অপরাজিত থাকার পর হারল এরনেস্তো ভালভেরদের দল। এর আগে অগাস্টে স্প্যানিশ সুপার কাপে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে সবশেষ হেরেছিল কাতালান ক্লাবটি।

প্রথম একাদশে ছিলেন না লুইস সুয়ারেস। ছন্দে থাকা মেসিকে দেখা যায়নি স্বরূপে। তাতে বিরতির আগে বেশ ভুগতে দেখা যায় বার্সেলোনার আক্রমণভাগকে।

এর মাঝেই ৪৪তম মিনিটে দারুণ একটি সুযোগ পেয়েছিল দলটি। কিন্তু ডি-বক্সে ঢুকে গোল করার মতো পজিশনে বল পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন দেনিস সুয়ারেস।

আক্রমণের ধার বাড়াতে ৬০তম মিনিটে লুইস সুয়ারেসকে নামান কোচ। এর দুই মিনিট পরেই পেনাল্টি থেকে গোলের সুযোগ নষ্ট করেন মেসি।

আর্জেন্টাইন অধিনায়কের স্পট কিক বাঁ-দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক দিয়েগো লোপেস। ডি-বক্সে সের্হিও রবের্তো ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়েছিল বার্সেলোনা।

বাকি সময়ে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি মেসি-সুয়ারেসরা। শেষ দিকে তাদেরকে স্তব্ধ করে দেয় স্বাগতিকরা। ৮৮তম মিনিটে ডি-বক্সের ডান দিক থেকে নাভারোর পাস পেয়ে কোনাকুনি শটে জয়সূচক গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার অস্কার মেলেন্দো।

আগামী সপ্তাহে ফিরতি লেগে ঘরের মাঠে খেলবে গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা।

দিনের আরেক ম্যাচে ঘরের মাঠে সেভিয়ার কাছে ২-১ গোলে হেরে গেছে আতলেতিকো মাদ্রিদ। আগামি মঙ্গলবার সেভিয়ার মাঠে হবে ফিরতি পর্ব।

Share Button

     এ জাতীয় আরো খবর