January 13, 2025, 8:55 am

সংবাদ শিরোনাম

৯০০ ছুঁলেন কোহলি

৯০০ ছুঁলেন কোহলি

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

সেঞ্চুরিয়নের সেঞ্চুরিতে দলকে জয়ের পথে নিতে পারেননি বিরাট কোহলি। তবে ব্যক্তিগত অর্জনের ঝুলি সমৃদ্ধ হলো আরও। ভারতের ইতিহাসের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ছুঁয়েছেন আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ৯০০ রেটিং পয়েন্ট।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম ইনিংসে ১৫৩ রানের ইনিংস খেলেছেন কোহলি। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে উঠেছেন দুইয়ে। তার রেটিং পয়েন্ট এখন ঠিক ৯০০।

ভারতের এই উচ্চতা আগে ছুঁতে পেরেছিলেন কেবল সুনীল গাভাস্কার। ক্যারিয়ারের ৫০তম টেস্ট শেষে এই মাইলফলক ছুঁয়েছিলেন গাভাস্কার। ১৯৭৯ সালে ওভাল টেস্টে ডাবল সেঞ্চুরির পর তার রেটিং পয়েন্ট ৮৮৭ থেকে বেড়ে হয়েছিল ৯১৬।

কোহলির আগে ৯০০ পয়েন্টের কাছাকাছি গিয়েও ছুঁতে পারেননি ভারতের দুই কিংবদন্তি শচিন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়। ২০০২ সালে ক্যারিয়ার সর্বোচ্চ ৮৯৮ রেটিং পয়েন্ট অর্জন করেছিলেন টেন্ডুলকার, ২০০৫ সালে দ্রাবিড় ছুঁয়েছিলেন ৮৯২।

সব মিলিয়ে ৯০০ ছোঁয়া ৩১তম ব্যাটসম্যান কোহলি। ৯৬১ রেটিং পয়েন্ট নিয়ে সর্বকালের সর্বোচ্চ রেটিং পয়েন্টের রেকর্ড ডন ব্র্যাডম্যানের। সর্বকালের সেরা ব্যাটসম্যানকে ধাওয়া করছেন এই সময়ের সেরা স্টিভেন স্মিথ। অস্ট্রেলিয়ান অধিনায়ক র‌্যাঙ্কিং সেরা অবস্থান ধরে রেখেছেন ৯৪৭ রেটিং পয়েন্ট নিয়ে।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন কাগিসো রাবাদা। ভারতের বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টে ৪ উইকেট নিলেও দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার নেমেছেন দুইয়ে। শীর্ষে উঠেছেন আবার জেমস অ্যান্ডারসন। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে সাকিব আল হাসান।

Share Button

     এ জাতীয় আরো খবর