January 12, 2025, 9:38 pm

সংবাদ শিরোনাম

‘কৌতিনিয়ো’ বার্সেলোনায় আসলে সফল হবে

‘কৌতিনিয়ো’ বার্সেলোনায় আসলে সফল হবে

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

লিভারপুল থেকে বার্সেলোনায় আসলে ফিলিপে কৌতিনিয়ো সহজেই সফল হতে পারবে বলে মনে করেন কাতালান ক্লাবটির সাবেক তারকা খেলোয়াড় রিভালদো।

গত দল-বদলে কৌতিয়োকে দলে টানতে জোর চেষ্টা চালিয়েও ব্যর্থ হয় বার্সেলোনা। লিভারপুলকে বেশ কয়েকটি প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হলেও হাল ছাড়েনি ক্লাবটি। কিছু সংবাদ মাধ্যমে গুঞ্জন, এবারের দল-বদলে ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারকে পেতে ১১ কোটি ইউরোর নতুন একটি প্রস্তাব দিতে যাচ্ছে বার্সেলোনা।

অবশ্য বিষয়টি নিয়ে খোলাখুলি কিছু বলছে না বার্সেলোনার কেউ। এ ব্যাপারে তেমন কিছু জানেন না বলে বুধবার সাংবাদিকদের জানান কোচ এরনেস্তো ভালভেরদে।

তবে বার্সেলোনায় নাম লেখালে স্বদেশি কৌতিনিয়োর জন্য ভালো হবে বলে মনে করেন ক্লাবটির হয়ে পাঁচ বছর খেলে দুটি লা লিগা জেতা রিভালদো।

ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা এই খেলোয়াড় মার্কাকে বলেন, “কৌতিনিয়ো খুবই ভালো একজন খেলোয়াড়। বার্সেলোনায় আসলেই সহজেই সে সফল হবে।”

“আমি মনে করি, বার্সেলোনায় সফল হওয়ার জন্য একজন ফুটবলারের যেসব বৈশিষ্ট্য থাকা দরকার সেসব কিছু তার আছে। ক্লাবটির খেলার ধরন তার উপযুক্ত এবং ক্লাবটিতে মানিয়ে নিতে তাকে সময় দেবে সমর্থকরা। আমি মনে করি সে সফল হবে।”

গত অগাস্টে বিশ্ব রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে চলে যান নেইমার। বার্সেলোনায় এই ফরোয়ার্ডের শূন্যতা পূরণে আক্রমণাত্মক মিডফিল্ডার কৌতিনিয়ো উপযুক্ত বিকল্প হবেন বলে অনেকের ধারণা।

 

 

Share Button

     এ জাতীয় আরো খবর