December 23, 2024, 5:03 pm

সংবাদ শিরোনাম
গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান

ধোঁকা খেলো উইন্ডোজের ‘হ্যালো’

ধোঁকা খেলো উইন্ডোজের ‘হ্যালো’

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

 

প্রিন্ট করা একটি ছবি দেখে ধোঁকা খেয়েছে উইন্ডোজ ১০-এর নতুন ফেইস স্ক্যানিং নিরাপত্তা ফিচার উইন্ডোজ হ্যালো।

প্রযুক্তি সাইট জেডডিনেট-এর প্রতিবেদনে বলা হয়, জার্মান নিরাপত্তা প্রতিষ্ঠান এসওয়াইএসএস-এর নিরাপত্তা গবেষকরা উইন্ডোজ ১০-এর পুরানো সংস্করণ ব্যবহার করা মেশিনের উইন্ডোজ হ্যালো ফিচারটিকে ধোঁকা দিতে সক্ষম হয়েছেন। উইন্ডোজ ১০-এর একাধিক সংস্করণ এই সমস্যায় আক্রান্ত বলে উল্লেখ করা হয়েছে প্রযুক্তি সাইট ভার্জ-এর প্রতিবেদনে।

নিরাপত্তা প্রতিষ্ঠানটি মাইক্রোসফটের সারফেইস প্রো ৪ ডিভাইসে এই পরীক্ষা চালায়। ডিভাইসটিতে উইন্ডোজ ১০-এর ২০১৬ সালে আনা অ্যানিভারসারি আপডেট হিসেবে আনা সংস্করণটি ব্যবহার করা হচ্ছিল। পরীক্ষায় দেখা যায় পুরানো এই উইন্ডোজ ১০ সংস্করণে উইন্ডোজ হ্যালোর নিরাপত্তা ব্যবস্থাটি ব্যর্থ হয়েছে। পরীক্ষায় আরও দেখা যায়, উইন্ডোজ ১০-এর এই নিরাপত্তা ব্যবস্থার প্রতারণারোধী ফিচার যদি চলতি বছরের শুরুতে আসা ক্রিয়েটরস আপডেট বা অক্টোবরে আসা ফল ক্রিয়েটরস আপডেট সংস্করণে ‘ডিজএবল’ করা থাকে, তবে উইন্ডোজ হ্যালো ফিচারটি এড়িয়ে যাওয়া সম্ভব।

এমনকি সর্বশেষ আনা উইন্ডোজ ১০ ফল ক্রিয়েটরস আপডেট সংস্করণটিতে প্রতারণারোধী ফিচার চালু থাকলেও তা প্রতারণামূলক আক্রমণ ঠেকাতে ব্যর্থ হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

এই সমস্যা থেকে মুক্তি পেতে উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের উইন্ডোজ হ্যালো ফিচার চালু করে সেটিংসে গিয়ে ফেসিয়াল রিকগনিশন নতুন করে চালু করতে ও প্রতারণারোধী ফিচার চালু আছে নিশ্চিত করতে পরামর্শ দিয়েছেন নিরাপত্তা গবেষকরা।

Share Button

     এ জাতীয় আরো খবর