ইনজুরি কাটিয়ে উইন্ডিজ টেস্ট দলে পল
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
গোড়ালির গাঁটের চোট কাটিয়ে ভারতের ব্পিক্ষে দ্বিতীয় টেস্টের ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেছেন কিমো পল। বাদ পড়েছেন এই অলরাউন্ডারের জায়গায় শেষ সময়ে দলে এসে অ্যান্টিগা টেস্টে খেলা পেসার মিগুয়েল কামিন্স। ৩১৮ রানে হেরে যাওয়া প্রথম টেস্টের স্কোয়াডে এসেছে আরেকটি পরিবর্তন। চোটের জন্য ছিটকে গেছেন নিয়মিত উইকেটরক্ষক শেন ডাওরিচ। গোড়ালির গাঁটের চোটে প্রথম টেস্টে খেলতে পারেননি তিনি। উইকেটের পেছনে দাঁড়িয়েছিলেন শেই হোপ। ডাওরিচের জায়গায় জ্যামাইকা টেস্টের ১৩ সদস্যের দলে জামার হ্যামিল্টনকে ডেকেছে ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্টিগায় সময়টা ভালো যায়নি কামিন্সের। দুই ইনিংস মিলিয়ে ২০ ওভার বোলিং করে ৬৯ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। আগামী শুক্রবার কিংস্টনে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। দ্বিতীয় টেস্টের ওয়েস্ট ইন্ডিজ দল: জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রেইগ ব্র্যাথওয়েট, ড্যারেন ব্রাভো, শামার ব্রুকস, জন ক্যাম্পবেল, রোস্টন চেইস, রাকিম কর্নওয়েল, জামার হ্যামিল্টন (উইকেটরক্ষক), শ্যানন গ্যাব্রিয়েল, শিমরন হেটমায়ার, শেই হোপ (উইকেটরক্ষক), কিমো পল, কেমার রোচ।