January 11, 2025, 9:48 pm

সংবাদ শিরোনাম
লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার জেলে শ্রমিক থেকে হয়ে উঠলেন কোটি টাকার দালান, ট্রলার মালিক জয়পুরহাটে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি হামলা ও ভাংচুর হাজার মামুষের ভালবাসায় চির বিদায় গাজী মারুফ মধুপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

নেপালের কাছে বাংলাদেশের হার

নেপালের কাছে বাংলাদেশের হার

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে জয়ের ধারা ধরে রাখতে পারেনি । নেপালের বিপক্ষে প্রথম হারের স্বাদ পেয়েছে মোস্তফা আনোয়ার পারভেজের দল। ভারতের কল্যাণী স্টেডিয়ামে মঙ্গলবার ৪-১ গোলে হারে বাংলাদেশ। গতবার শিরোপা জয়ের পথে নেপালকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। টানা দুই জয়ের আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামা বাংলাদেশ প্রথমার্ধে প্রতিপক্ষ গোলরক্ষককে তেমন কোনো পরীক্ষা নিতে পারেনি। উল্টো যোগ করা সময়ে পিছিয়ে থেকে বিরতিতে যায় দল। ৫২তম মিনিটে গোল খেয়ে আরও কোণঠাসা হয়ে পড়ে শিরোপাধারীরা। বলের লাইনে থাকলেও ফেরাতে পারেননি গোলরক্ষক। ৭৯তম মিনিটের গোলে ম্যাচে ফেরে বাংলাদেশ। কিন্তু পরে আরও দুই গোল খেয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা। তিন ম্যাচে দুই জয় ও এক হারে ৬ করে পয়েন্ট দল দুটির। ভুটানকে ৫-২ গোলে হারিয়ে এ প্রতিযোগিতার মুকুট ধরে রাখার মিশন শুরু করা বাংলাদেশ পরের ম্যাচে শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিয়েছিল ৭-১ গোলে। স্বাগতিক ভারতের কাছে প্রথম ম্যাচে ৫-০ গোলে উড়ে যাওয়া নেপাল দ্বিতীয় ম্যাচে ২-০ ব্যবধানে জিতেছিল শ্রীলঙ্কার বিপক্ষে। আগামী বৃহস্পতিবার রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিন নেপালের বিপক্ষে খেলবে ভুটান।

Share Button

     এ জাতীয় আরো খবর