January 11, 2025, 11:02 pm

সংবাদ শিরোনাম
লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার জেলে শ্রমিক থেকে হয়ে উঠলেন কোটি টাকার দালান, ট্রলার মালিক জয়পুরহাটে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি হামলা ও ভাংচুর হাজার মামুষের ভালবাসায় চির বিদায় গাজী মারুফ মধুপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

বিসিবি আফিফকে এনওসি দেয়নি সিপিএল খেলতে

বিসিবি আফিফকে এনওসি দেয়নি সিপিএল খেলতে

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বাংলাদেশের পঞ্চম ক্রিকেটার হিসেবে খেলার সুযোগ ছিল অলরাউন্ডার আফিফ হোসেনের। সেন্ট কিটস অ্যান্ড নেভিস তাকে দলে নিলেও সেখানে খেলতে যেতে পারছেন না তিনি। আসন্ন ত্রিদেশীয় সিরিজ ও ইমার্জিং টিমের কথা মাথায় রেখে তাকে এনওসি দেয়নি বিসিবি। সিপিএল শুরু হবে ৪ সেপ্টেম্বর। অবশ্য তরুণ এই অলরাউন্ডার বর্তমানে খেলছেন বিসিবির ইমার্জিং টিমে। তাকে এনওসি না দেওয়া প্রসঙ্গে কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান, ‘তাকে আমরা এনওসি দেইনি। বর্তমানে শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে সে খেলছে। নির্বাচকরা তাকে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্যও ভাবছে। তাই তাকে হাতে রাখা হয়েছে। জাতীয় দলের হয়ে ইতোমধ্যে একটি টি-টোয়েন্টি খেলেও ফেলেছেন আফিফ। তিনি জানালেন সিপিএল খেলতে এনওসি না পেলেও হতাশ নন তিনি। বরং জাতীয় দলের হয়ে খেলতে প্রস্তুত আছেন, ‘আমি এখনও নিশ্চিত নই সিপিএল খেলতে যেতে পারবো কিনা। কারণ এনওসি পাইনি। অনেক আগে আবেদন করেছিলাম। কিন্তু তারা আমাকে কিছু বলেনি। আমারও কোনও সমস্যা নেই। কারণ এই মুহূর্তে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করছি। বর্তমানে আফিফ ইমার্জিং টিমের হয়ে খেলতে প্রস্তুতি নিচ্ছেন। খুলনায় চার দিনের ম্যাচে অংশ নেবেন। সামনে রয়েছে ত্রিদেশীয় সিরিজ। বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার জানালেন আফিফকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে বিসিবির। তাকে নিয়ে বিশেষ করে ভাবছেন তারা। তবে আসন্ন সিরিজে আফিফের জায়গা হবে কিনা তা এখনও নিশ্চিত নয়, ‘অবশ্যই তাকে নিয়ে আমাদের পরিকল্পনা আছে। ও কিন্তু অসাধারণ একজন প্লেয়ার। এইচপি ও এ দল তাকে নিয়ে কাজ করছে। আমরা তাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করছি। তবে আসন্ন সিরিজে তাকে নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’-ক্রিকবাজ।

Share Button

     এ জাতীয় আরো খবর