বিধি ভাঙলেন সাইনি
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে ভারতীয় পেসার নবদীপ সাইনির। আর প্রথম ম্যাচ খেলেই আচরণবিধি ভঙ্গ করেছেন তিনি। বিধি ভাঙায় তাকে সতর্ক করেছে আইসিসি। কোনও জরিমানা করা না হলেও এক মাত্রার বিধি ভাঙায় তাকে দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
ঘটনাটি ঘটেছে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের চতুর্থ ওভারে। নিকোলাস পুরানকে বিদায় দিয়ে আগ্রাসী অঙ্গভঙ্গি করেছিলেন তিনি। আইসিসির নিয়ম অনুসারে যা বিধিবহির্ভূত। সাইনি নিজের কৃতকর্ম স্বীকার নেওয়ায় আলাদা করে আর শুনানির প্রয়োজন পড়েনি।
বিধি ভাঙলেও দুর্দান্ত এক অভিষেকে হৈ চৈ ফেলে দিয়েছেন এই পেসার। ৪ ওভারে ১৭ রানে নিয়েছেন ৩ উইকেট। ম্যাচটি জিততে অবশ্য কঠিন হয়েছিল ভারতের। ৯৬ রানের ছোট লক্ষ্য পেলে ১৬ বল হাতে রেখে ম্যাচ জিতেছে তারা। দ্বিতীয় ম্যাচে অবশ্য উইকেটহীন ছিলেন ২৬ বছর বয়সী এই পেসার।