শ্রীলঙ্কার ইমার্জিং দল বাংলাদেশে আসছে
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ ও বিসিবি একাদশের সফর শেষ হলো কদিন আগে। ঈদের পরই শুরু হচ্ছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের ব্যস্ততা। তিন সপ্তাহের সফরে আগামি ১৬ অগাস্ট বাংলাদেশে আসছে শ্রীলঙ্কার ইমার্জিং দল।
সফরে তিনটি একদিনের ম্যাচ ও দুটি চার দিনের ম্যাচ খেলবে লঙ্কানদের ইমার্জিং দল। ১৯ অগাস্ট প্রথম একদিনের ম্যাচটি হবে বিকেএসপিতে।
২১ অগাস্ট দ্বিতীয় একদিনের ম্যাচটিও হবে একই ভেন্যুতে। সিরিজের শেষ একদিনের ম্যাচ ২৪ অগাস্ট খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে।
খুলনাতেই প্রথম চারদিনের ম্যাচ শুরু ২৭ অগাস্ট। দ্বিতীয় চার দিনের ম্যাচটি হবে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ শুরু ৩ সেপ্টেম্বর। সফর শেষে ৭ সেপ্টেম্বর ফিরে যাবে লঙ্কানরা।