January 12, 2025, 1:52 pm

স্টোকস ‘ছয়’ রান বাতিলের আবেদন করেননি

স্টোকস ‘ছয়’ রান বাতিলের আবেদন করেননি

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ ফাইনালের শেষ ওভারে উইকেট বাঁচাতে ডাইভ দিয়েছিলেন বেন স্টোকস। কিন্তু মিড উইকেট থেকে করা থ্রো তার ব্যাটে লেগে বাউন্ডারি পার হয়ে যায়। ফলে ইংল্যান্ডের সমীকরণটা আরও সহজ হয়ে পড়ে।

ফাইনালের পর গুঞ্জন শোনা যাচ্ছিল বেন স্টোকস সেই ছয় রান বাতিলের জন্য আবেদনও করেছিলেন! এবার এ ব্যাপারে নিজেই মুখ খুলেছেন স্টোকস। জানালেন এমন কিছুই করেননি তিনি।

স্টোকসের ভাষ্য, ‘আমি সবকিছুই দেখেছি। আমি ভাবছিলাম এমন কিছু বলা যায় কিনা। কিন্তু শেষমেশ আমি আম্পায়ারদের কাছে যাইনি এবং এমন কিছু বলিনি। আমি ল্যাথামের কাছে গিয়ে বলেছিলাম, বন্ধু আমি দুঃখিত।’

Share Button

     এ জাতীয় আরো খবর