January 12, 2025, 6:54 am

বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ

বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

হেনরি নিকোলস, জর্জ ওয়ার্কার ও রস টেইলরের তিন ফিফটিতে বড় সংগ্রহ গড়া নিউ জিল্যান্ড পেয়েছে অনায়াস জয়। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিয়েছেন ট্রেন্ট বোল্ট। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে নিউ জিল্যান্ড।

তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যেতে দ্বিতীয় ওয়ানডেতে ২০৪ রানে জিতেছে স্বাগতিকরা। নিউ জিল্যান্ডের দেওয়া ৩২৬ রানের লক্ষ্য তাড়ায় জেসন হোল্ডারের দল থেমেছে ১২১ রানে।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে শনিবার প্রায় একাই ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দেন বাঁহাতি পেসার বোল্ট। ৩৪ রানে নেন ৭ উইকেট। নিউ জিল্যান্ডের হয়ে এটা ওয়ানডেতে দ্বিতীয় সেরা বোলিং। এই ম্যাচে বিশ্রামে থাকা টিম সাউদির ৭/৩৩ এখনও সেরা।

বড় রান তাড়ায় শুরুতেই ওয়েস্ট ইন্ডিজকে এলোমেলো করে দেন বোল্ট। ৫২ রানের মধ্যে ফিরিয়ে দেন অতিথিদের প্রথম চার ব্যাটসম্যানকে। বাঁহাতি পেসারের সুইং বোলিংয়ের সামনে টিকতেই পারেননি এভিন লুইস, কাইল হোপ, শেই হোপ ও শিমরন হেটমায়ার।

মিডল অর্ডারে ছোবল দেন লকি ফার্গুসন। গতির ঝড় তোলা পেসার বিদায় করেন জেসন মোহাম্মদ, জেসন হোল্ডার ও রোভম্যান পাওয়েলকে।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে নেই তেমন কোনো জুটি। দলের বিপর্যয়ে প্রতিরোধ গড়তে পারেননি কেউই। সর্বোচ্চ অ্যাশলি নার্সের ২৭।

শেষটায় শেলডন কর্ট্রেল, নার্স ও শ্যানন গ্যাব্রিয়েলকে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজকে গুটিয়ে দেন বোল্ট। অতিথিদের ইনিংসের তখনও বাকি ২২ ওভার।

দারুণ বোলিংয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন বোল্ট। ফার্গুসন ৩ উইকেট নেন ১৭ রানে।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা নিউ জিল্যান্ড লড়াইয়ের পুঁজি গড়ে তিন ফিফটির ওপর ভর করে। কলিন মানরোর সঙ্গে ওয়ার্কারের ৫০ রানের উদ্বোধনী জুটি দলকে এনে দেয় উড়ন্ত সূচনা।

টেইলরের সঙ্গে ৫৮ রানের আরেকটি ভালো জুটি গড়ে ফিরেন ওয়ার্কার (৫৩ বলে ৫৮)। কেন উইলিয়ামসের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়া টম ল্যাথাম ফিরেন ২০ রান করে।

অর্ধশতক ছুঁয়ে ফিরেন টেইলর। ৬৬ বলে খেলা তার ৫৭ রানের ইনিংসে ৫টি চার। দৃঢ় ভিতের সুবিধা কাজে লাগিয়ে দলকে তিনশ ছাড়ানো সংগ্রহ এনে দেওয়ার কৃতিত্ব নিকোলস ও টড অ্যাস্টলের। ১৬.২ ওভারে দুই জনে গড়েন ১৩০ রানের দারুণ জুটি।

৪৫ বলে ৪৯ রান করে ফিরে যান অ্যাস্টল। ৬২ বলে ৭টি চার ও দুটি ছক্কায় ৮৩ রানে অপরাজিত নিকোলস। একই মাঠে আগামি মঙ্গলবার তৃতীয় ও শেষ ওয়ানডে।

 

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড: ৫০ ওভারে ৩২৫/৬ (ওয়ার্কার ৫৮, মানরো ৩০, ব্রুম ৬, টেইলর ৫৭, ল্যাথাম ২০, নিকোলস ৮৩*, অ্যাস্টল ৪৯, ব্রেসওয়েল ৫*; কটরেল ৩/৬২, হোল্ডার ২/৫২, বিটন ১/৬০, গ্যাব্রিয়েল ০/৭৫, নার্স ০/৪৫, পাওয়েল ০/২৮)

 

ওয়েস্ট ইন্ডিজ: ২৮ ওভারে ১২১ (লুইস ১০, কাইল ৪, শেই ২৩, হেটমায়ার ২, জেসন ১৮, হোল্ডার ১৩, পাওয়েল ০, নার্স ২৭, কট্রেল ৮ বিটন ১২, গ্যাব্রিয়েল ০*; হেনরি ০/৩৬, বোল্ট ৭/৩৪, ব্রেসওয়েল ০/১৯, ফার্গুসন ৩/১৭, অ্যাস্টল ০/১৪)

ফল: নিউ জিল্যান্ড ২০৪ রানে জয়ী

সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে নিউ জিল্যান্ড

ম্যান অব দ্য ম্যাচ: ট্রেন্ট বোল্ট

Share Button

     এ জাতীয় আরো খবর