January 13, 2025, 11:51 am

সংবাদ শিরোনাম

বিশ্বকাপে সেরা ১০ ব্যাটসম্যানের একজন সাকিব

বিশ্বকাপে সেরা ১০ ব্যাটসম্যানের একজন সাকিব

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের ইতিহাসে সেরা ১০ ব্যাটসম্যানের একজন বনে গেলেন সাকিব আল হাসান। বিশ্বকাপের চার আসর মিলে তিনি ১১০০’র ওপর রান করেছেন।

গত ম্যাচে ইংল্যান্ডের খ্যাতনামা লর্ডস স্টেডিয়ামে খেলতে নামার আগে শীর্ষ ১০-এ উঠতে আরো ১৯ রান দরকার ছিল সাকিবের। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে নামার পর সেই মাইলফলকে পা রেখে ফেললেন তিনি। তিনি আবারও চলতি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন।

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় এখনো সবার ওপরে আছেন শচিন টেন্ডুলকার। ১৯৯২ থেকে ২০১১Ñমোট ছয়টি বিশ্বকাপ খেলে তিনি করেন ২২৭৮ রান। এর পরের চারজন হলেন যথাক্রমে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (১৭৪৩), শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা (১৫৩২), ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা (১২২৫) ও দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স (১২০৭)।

সেরা দশের বাকি চারজন হলেন ক্রিস গেইল (১১৮৬), সনাথ জয়সুরিয়া (১১৬৫), জ্যাক ক্যালিস (১১৪৮), তিলকরত্নে দিলশান (১১১২)।

Share Button

     এ জাতীয় আরো খবর