January 13, 2025, 1:51 pm

সংবাদ শিরোনাম

বিশ্বকাপে এখনও পরিপূর্ণ পারফরম্যান্স দেখাতে পারেনি অস্ট্রেলিয়া

বিশ্বকাপে এখনও পরিপূর্ণ পারফরম্যান্স দেখাতে পারেনি অস্ট্রেলিয়া

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

অস্টেলিয়ান পেসার প্যাট কামিন্স শিরোপা প্রত্যাশী দলগুলোকে হুমকি দিয়ে রাখলেন । সবার আগে সেমি-ফাইনাল নিশ্চিত করা তার দল নাকি এখন পর্যন্ত পরিপূর্ণ পারফরম্যান্স দেখাতে পারেনি!

ইংল্যান্ডের বিপক্ষে বড় জয়ে দুই ম্যাচ হাতে রেখে সেমি-ফাইনাল নিশ্চিত করে অস্ট্রেলিয়া। নিজেদের পরের ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে আরেকটি দাপুটে জয় তুলে নেয় অ্যারন ফিঞ্চের দল। শনিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে এরইমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়া দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়নরা।

প্রতিটি ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নরা উন্নতি করছে বলে সাংবাদিকদের জানান কামিন্স।

“যে ব্যাপারটা নিয়ে আমরা কথা বলেছি, পরিপূর্ণ পারফরম্যান্স না করেই জিততে পেরেছি। প্রতিটি ম্যাচে, আমরা আগের চেয়ে ভালো করছি।”

“আমি মনে করি, সবকিছুই ঠিকঠাক হয়েছে। ব্যাটিং, বোলিং, আমাদের ম্যাচ পরিকল্পনা যেভাবে আমরা খেলতে চেয়েছি।”

গত দুই ম্যাচে মাত্র একটি উইকেট পেয়েছেন কামিন্স। জেসন বেরেনডর্ফ ও মিচেল স্টার্ক বোলিংয়ে শুরু করায় মাঝের ওভারগুলোতে ব্যাটসম্যানদের উইকেটে বেঁধে রাখার কাজটা অবশ্য ভালোভাবেই করছেন ডানহাতি এই বোলার।

“জেসন ও স্টার্ক শুরুতে দুর্দান্ত করেছে। আমার ভূমিকা ব্যাটসম্যানদের কিছুটা আটকে রাখার চেষ্টা করা আর আশা করা, যেন তারা ঝুঁকি নেয়। মনে হচ্ছে কাজটা আমি ভালোই করেছি।” আট ম্যাচে সাতটিতে জিতে ১৪ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে শীর্ষে আছে অস্ট্রেলিয়া।

Share Button

     এ জাতীয় আরো খবর