January 13, 2025, 3:47 pm

সংবাদ শিরোনাম

আইসিসি মারামারিতে জড়িয়ে পড়া সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে

আইসিসি মারামারিতে জড়িয়ে পড়া সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে পাকিস্তান-আফগানিস্তান ম্যাচে মারামারিতে জড়িয়ে পড়া দুই দলের সমর্থকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আইসিসি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ভেন্যুর বাইরে মারামারিতে জড়িয়ে পড়েন দুই দেশের সমর্থকরা। নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা হস্তক্ষেপ করতে বাধ্য হন। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, কমপক্ষে দুইজন সমর্থককে মাঠ থেকে বের করে দেওয়া হয়।

মাঠকে ঘিরে থাকা বেষ্টনীর উপর দিয়ে সমর্থকদের লাফ দিতেও দেখা গেছে।

পাকিস্তান ৩ উইকেটে ম্যাচ জেতার পরও সংঘর্ষ চলতে থাকে। কিছু সমর্থক ম্যাচের পর মাঠে ঢুকে পড়েন এবং কয়েকজনকে গ্যালারিতে একে অপরের সঙ্গে মারামারি করতে দেখা যায়।

আইসিসির মুখপাত্র জানান, “সমর্থকদের মধ্যে ক্ষুদ্র একটা অংশের হঠাৎ সংঘাতে জড়িয়ে পড়ার ব্যাপারে আমরা অবগত আছি। সেখানে নতুন আর কোনো ঘটনা যেন না ঘটে তা নিশ্চিত করতে এখন আমরা ভেন্যুর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মী ও স্থানীয় পুলিশের সঙ্গে কাজ করছি।”

“এ ধরনের আচরণ আমরা বরদাস্ত করব না, যে কোনো ধরনের সমাজ-বিরোধী আচরণ যা সমর্থকদের সিংহভাগের আনন্দকে নষ্ট করে তার বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নিব।”

Share Button

     এ জাতীয় আরো খবর