January 12, 2025, 4:18 am

১৫০তম টেস্ট কুকের

১৫০তম টেস্ট কুকের

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ডের প্রথম ও বিশ্বের অষ্টম খেলোয়াড় হিসেবে ১৫০তম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করেছেন সাবেক অধিনায়ক অ্যালিষ্টার কুক। অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে নিজের ক্যারিয়ারের ১৫০তম ম্যাচ খেলতে নামেন কুক। এ ম্যাচ দিয়ে ১৫০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন তিনি।

২০০৬ সালে নাগপুরে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক ঘটে কুকের। এরপর ব্যাট হাতে নিজের সেরাটাই দিয়ে গেছেন ইংল্যান্ডের জার্সি গায়ে। ইংলিশদের হয়ে সর্বোচ্চ টেস্ট খেলার পাশাপাশি সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। এখন পর্যন্ত ১১৬৯৮ রান করেছেন কুক। সেঞ্চুরি রয়েছে ৩১টি।

তবে নিজের ১৫০তম ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ৭ রান করে আউট হন কুক। ১টি বাউন্ডারিতে ১৬ বল মোকাবেলা করে অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার মিচেল স্টার্কের শিকার হন কুক।

টেস্ট ক্রিকেটে ১৫০ ম্যাচ খেলা খেলোয়াড়রা:

 

খেলোয়াড়   ম্যাচ  রান

শচীন টেন্ডুলকার (ভারত)    ২০০  ১৫৯২১

রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) ১৬৮ ১৩৩৭৮

স্টিভ ওয়াহ (অস্ট্রেলিয়া) ১৬৮ ১০৯২৭

জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা)    ১৬৬ ১৩২৮৯

শিব নারায়ন চন্দরপল (ওয়েস্ট ইন্ডিজ)    ১৬৪ ১১৮৬৭

রাহুল দ্রাবিড় (ভারত)  ১৬৪ ১৩২৮৮

অ্যালান বর্ডার (অস্ট্রেলিয়া)   ১৫৬ ১১১৭৪

অ্যালিস্টার কুক (ইংল্যান্ড)   ১৫০* ১১৬৯৮*

Share Button

     এ জাতীয় আরো খবর