অস্ট্রেলিয়ার কোচ বিশ্বকাপে এখনও ইংল্যান্ডকে ফেভারিট দেখছেন
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
শ্রীলঙ্কার কাছে ইংল্যান্ডের অপ্রত্যাশিত হারের পরও বিশ্বকাপে শিরোপা জয়ের দৌড়ে স্বাগতিকদের এগিয়ে রাখছেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার।
শুক্রবার লিডসের হেডিংলিতে শ্রীলঙ্কার কাছে ২০ রানে হারে ইংল্যান্ড। ২৩৩ রানের লক্ষ্য তাড়ায় ৪৭ ওভারে ২১২ রানে থামে ওয়েন মর্গ্যানের দল।
৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় চার নম্বরে থাকা ইংল্যান্ডের উপরে আছে নিউ জিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারত। গ্রুপ পর্বে আর তিনটি ম্যাচ বাকি রয়েছে দলটির। মঙ্গলবার বাংলাদেশ সময়ে বেলা সাড়ে তিনটায় নিজেদের পরের ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংলিশরা।
সাংবাদিকদের ল্যাঙ্গার বলেন, “গত চার বছর ধরে তারা কিভাবে খেলছে তা দেখুন, তারা বিশ্বের সেরা দল।”
“তাদের দলের দিকে তাকান ৃ এক সপ্তাহে কিছুই বদলায়নি।”
এখনও অস্ট্রেলিয়া নিজেদের সেরা পারফরম্যান্স দেখাতে পারেনি বলে মনে করেন ল্যাঙ্গার।
“এখনও নিজেদের সেরা খেলাটা না খেলেই এই টুর্নামেন্টে আমরা সত্যি ভালো কিছু ম্যাচ খেলেছি।”
“শুরুতে ডেভি (ওয়ার্নার) ও অ্যারন ফিঞ্চ বড় বড় সব সেঞ্চুরি করছে। ৃ গত কয়েক বছর ধরে ইংল্যান্ড ঠিক যেমনটা করছে।”