February 29, 2024, 8:31 pm

সংবাদ শিরোনাম
উখিয়ায় চাঞ্চল্যকর হত্যাকান্ডের আসামী ১০ ঘন্টার মধ্যে গ্রেফতার কক্সবাজারে আগুনে ২১ দোকান পুড়ে ছাই ইসলামপুরে বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের মাঝে ধর্মমন্ত্রী চেক বিতরণ কুড়িগ্রামে ১৫ নারী কৃষককে দেড় লক্ষ টাকা বিতরণ রংপুরে গঙ্গাচড়ায় পাটচাষিদের প্রশিক্ষণ প্রদান রংপুরে মৌবন হোটেল এন্ড রেস্টুরেন্টে অসন্তোষজনক পরিবেশের কারণে জরিমানা আদায় র‍্যাব-৫, রাজশাহীর অভিযানে বাঘায় ০১ টি বিদেশী পিস্তল গুলি ও ম্যাকজিন উদ্ধার’ ০১ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার আন্তর্জাতিক সংস্থার ২৪ জন মিশন প্রধানসহ ৩৪ জন কূটনীতিক কক্সবাজারে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে বছর পেরিয়ে সিজার বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ দরকার-ধর্মমন্ত্রী

সুপ্ত আগুন’ সিনেমায় সানাই

‘সুপ্ত আগুন’ সিনেমায় সানাই

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

ঢালিউডের নবাগত নায়িকা সানাই অল্প কয়েকদিন পরই মোস্তাফিজুর রহমান বাবুর ‘প্রতিশোধ’ ছবিতে কাজ শুরু করবেন। এ ছবির পর ‘প্রতীক্ষা’ নামেও একটি ছবিতে কাজ শুরু করবেন তিনি। দু’টি ছবিতে সাইমন সাদিকের বিপরীতে অভিনয় করবেন সানাই। তবে এ ছবিগুলোর কাজ শুরু হওয়ার আগে সমপ্রতি আরেকটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী। নতুন এ ছবির নাম ‘সুপ্ত আগুন’। নতুন ছবি প্রসঙ্গে সানাই বলেন, নতুন এ ছবির নাম শুনেই বোঝা যাচ্ছে এটি একটি অ্যাকশন ঘরানার ছবি হতে যাচ্ছে।

নতুন ছবি ‘সুপ্ত আগুন’-এর ট্যাগলাইন হচ্ছে ‘দ্য হিডেন ফায়ার’। এ ছবিটি পরিচালনা করবেন বাবু সিদ্দিকী। প্রযোজনা করছেন মাসুদ করিম। আশা করি, ছবির কাজ ভালোভাবে শেষ করতে পারব। ‘সুপ্ত আগুন’-এর চিত্রনাট্য লিখছেন আহমেদ ইউসুফ সাবের। ছবিতে ১টি আইটেম গানসহ মোট ৪টি গান থাকবে বলে জানিয়েছেন নির্মাতা। ছবির পরিচালক বাবু সিদ্দিকী প্রথমবার বড় পর্দার ছবি পরিচালনা করতে যাচ্ছেন। এর আগে ছোট পর্দার বেশকিছু নাটক পরিচালনা করেছেন তিনি। সানাই আরো বলেন, অ্যাকশন ঘরানার গল্প নিয়েই ছবিটি নির্মিত হতে যাচ্ছে। আমার বিপরীতে কে থাকছেন তা এখনো ঠিক হয়নি। তবে পরিচালক জানিয়েছেন বেশ কয়েকজন গুণী শিল্পী এ ছবিতে কাজ করবেন। আর গল্পটিও আমার আগের ছবির থেকে ভিন্ন। একটা ছবির সঙ্গে দর্শক আরেকটা ছবির কাহিনীর কোনো মিল পাবেন না। প্রতিটি ছবিতে আমি দর্শকদের সামনে নতুন চরিত্র নিয়েই হাজির হতে চাই। নতুন একজন অভিনেত্রী হিসেবে সকলের সহযোগিতা কামনা করছি।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর