July 27, 2024, 9:04 am

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

ঢাকা-চট্টগ্রাম রুটে বুলেট ট্রেন চালু হবে শিগগিরই: রেলমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম রুটে বুলেট ট্রেন চালু হবে শিগগিরই: রেলমন্ত্রী

ডিটেকটিভ নিউজ ডেস্ক

 

রেলমন্ত্রী মুজিবুল হক এমপি বলেছেন, শিগগিরই ঢাকা-চট্টগ্রাম রুটে বুলেট ট্রেন সার্ভিস চালু করতে যাচ্ছে সরকার। গতকাল বুধবার দুপুরে কুমিল্লা মহানগরের একটি রেস্টুরেন্টে কুমিল্লার আয়কর দাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী এ সময় বলেন, রেল সেবার মানোন্নয়নে সরকার ১৬ হাজার কোটি টাকারও বেশি বরাদ্দ দিয়েছে। তারই অংশ হিসেবে রাজধানীতে মেট্রোরেল সার্ভিসের পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম রুটে বুলেট ট্রেন সার্ভিস চালু করতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এরইমধ্যে সম্ভাব্যতা যাচাই কাজ শুরু হয়েছে। শিগগিরই তা বাস্তবায়নের কাজ শুরু হবে। অনুষ্ঠানে কুমিল্লার রাজনীতিবিদ অধ্যক্ষ আফজল খানের হাতে কর বাহাদুর পরিবারের সম্মাননা তুলে দেন মন্ত্রী। এছাড়া কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার নির্বাচিত সেরা করদাতাসহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এ ছয় জেলার ছয়জন কর বাহাদুরসহ ৫৫ জন শ্রেষ্ঠ করদাতাকে সম্মাননা দেয়া হয় এসময়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর অঞ্চল কুমিল্লার কর কমিশনার ড. সামস্ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার কুমিল্লার আঞ্চলিক পরিচালক মো. আসাদ উল্লাহ।

Share Button

     এ জাতীয় আরো খবর