July 27, 2024, 9:57 am

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

ঢাকায় সিপিএ’র ৬৩তম সম্মেলন ১-৮ নভেম্বর

ঢাকায় সিপিএর ৬৩তম সম্মেলন ১-৮ নভেম্বর

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

কমনওয়েলথ পার্লামেন্টারি এ্যসোসিয়েশন (সিপিএ)’র ৬৩তম সম্মেলন ২০১৭ আগামি ১ থেকে ৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয় সংসদ ও কমনওয়েলথ পার্লামেন্টারি এ্যসোসিয়েশন (সিপিএ) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে। সম্মেলন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত মিডিয়া তত্ত্বাবধান কমিটি সিনিয়র সাংবাদিকদের সাথে বাংলাদেশ জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বারস ক্লাবে এক মতবিনিময় করে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে, ‘কন্টিনিউয়িং টু এ্যানহান্স দ্যা হাই স্ট্যান্ডার্স অব পারফরমেন্স অব পার্লামেন্টেরিয়ানস। মতবিনিময় সভায় মিডিয়া তত্ত্বাবধান কমিটির সদস্য আবুল কালাম আজাদ এমপি, কাজী নাবিল আহমেদ এমপি, ফজিলাতুন নেসা বাপ্পি এমপি ও তানভীর ইমাম এমপি অংশগ্রহণ করেন। কমিটির সদস্য কাজী নাবিল আহমেদ এমপি বলেন, কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) কমনওয়েলথভুক্ত ৫২টি রাষ্ট্রের জাতীয় পার্লামেন্ট ও প্রাদেশিক পার্লামেন্টসহ মোট ১৮০টি ব্রাঞ্চ সমন্বিত একটি ঐতিহ্যবাহী এসোসিয়েশন। যুক্তরাজ্যের রানী দ্বিতীয়এলিজাবেথ সিপিএর প্যাট্রন। ২০১৭ সালের জন্য বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাইস প্যাট্রন হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, ৬৩তম সিপিসি উদ্বোধন অনুষ্ঠান আগামি ৫ নভেম্বর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করবেন। সিপিএর বর্তমান চেয়ারপার্সন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ২০১৪ সালে তিনি তিন বছরের জন্য সিপিএ নির্বাহী কমিটির প্রথম মহিলা চেয়ারপার্সন নির্বাচিত হন। কাজী নাবিল আহমেদ বলেন, এ পর্যন্ত ৪৪টি দেশসহ প্রায় ১৪৪টি সিপিএ ব্রাঞ্চ সম্মেলনে অংশগ্রহণ করবে। জাতীয় ও প্রাদেশিক সংসদের ৫৬ জন স্পিকার এবং ২৩ জন ডেপুটি স্পিকার ও সংসদ সদস্যসহ প্রায় ৫৫০ জনের অধিক প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে। সিপিএর মূল সম্মেলন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন (বিআইসিসি) কেন্দ্রে অনুষ্ঠিত হবে। অন্যান্য সভা হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এ সম্মেলনে নির্বাহী কমিটির সভা, কমনওয়েলথ ওমেন পার্লামেন্টারি স্টিয়ারিং কমিটির সভা, স্মল ব্রাঞ্চেজ কনফারেন্স, বিভিন্ন সাব-কমিটির সভা, রিজিওনাল গ্রুপমিটিং, জেনারেল এসেম্বলি ও ৮টি কর্মশালা অনুষ্ঠিত হবে। সিপিএ গণতন্ত্রকে সুসংহত করা, আইনের শাসন ও মানবাধিকার সমুন্নত রাখা, জনগণের ক্ষমতায়ন ও কল্যাণ নিশ্চিতকরণের লক্ষ্য নিয়ে কাজ করে। ডেমোক্রেসি, ডাইভারসিটি এ- ডেভেলপমেন্ট সিপিএর প্রতিপাদ্য। মতবিনিময় সভায় বিভিন্ন মিডিয়ার সিনিয়র সাংবাদিকবৃন্দ ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। সম্মেলনে ৪৪ দেশের সাড়ে ৫শ এমপি যোগ দেবে: সিপিএ৬৩তম সম্মেলনে ৪৪ দেশের জাতীয় ও প্রাদেশিক পরিষদের ৫৫০ জন পার্লামেন্ট সদস্য (এমপি), ৫৬ জন স্পিকার ও ২৩ জন ডেপুটি স্পিকার অংশগ্রহণ করবেন। গতকাল বৃহস্পতিবার ঢাকায় পার্লামেন্ট মেম্বারস ক্লাবে সিনিয়র সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে সম্মেলনের মিডিয়া সুপারভিশন কমিটির সদস্যরা এ কথা বলেন। বৈঠকে অন্যান্যের মধ্যে সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি, কাজী নাবিল আহমেদ এমপি, তানভীর ইমাম এমপি ও ফজিলাতুন্নেছা বাপ্পী এমপি উপস্থিত ছিলেন। কাজী নাবিল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী ও সিপিএর ভাইস প্যাটরন শেখ হাসিনা ৫ নভেম্বর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান অতিথি হিসেবে এই সম্মেলনের উদ্বোধন করবেন। এতে সভাপতিত্ব করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। নাবিল আহমেদ বলেন, সম্মেলন চলাকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ও হোটেল রেডিসনে ৮টি ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে পার্লামেন্টের গুণগত মানের আরো সম্প্রসারণ এবং সিপিএর প্রতিপাদ্য হচ্ছে গণতন্ত্র, বহুত্ব ও উন্নয়ন। আবুল কালাম আজাদ দেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে সম্মেলনের উল্লেখযোগ্য দিক তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

Share Button

     এ জাতীয় আরো খবর