September 21, 2023, 8:34 pm

সংবাদ শিরোনাম
রংপুরে গাছের ডাল ভেঙে পড়ে মেয়েসহ স্কুল শিক্ষিকার মৃত্যু রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হিমাগার মালিক ব্যবসায়ী প্রতিনিধির মতবিনিময় সভা অনুষ্ঠিত রংপুরে ক্লাব ফুট বা মুগুর পা চিকিৎসা সেবা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে যুবলীগ নেতার গন সংযোগ ও লিফলেট বিতরণ ভোলায় ১টি লোহার তৈরি পিস্তল ও ০৩ রাউন্ড গুলি সহ আটক ০১ মহেশপুর দত্তনগর কৃষি খামারের ৮ কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দুদকের মামলা ভূমি কর্মকর্তার বদলিত শুনে ‘সরকারি জাযগা দখল করে মার্কেট চালু। প্রাথমিক শিক্ষা পদকে রংপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নিবার্হী অফিসার নাহিদ তামান্না জগন্নাথপুরে মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষে পোনামাছ অবমুক্ত সিন্ডিকেট ভাঙতে না পারলে ডিমের মতো আলুও আমদানি করা হবে

টানাপড়েনের গল্পে নাদিয়া

টানাপড়েনের গল্পে নাদিয়া

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

একটি পারিবারিক টানাপড়েনের গল্প নিয়ে চ্যানেল নাইনের জন্য নির্মিত হচ্ছে ১০৪ পর্বের ধারাবাহিক নাটক ‘বহে সমান্ত্মরাল’। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন নাদিয়া আহমেদ ও রওনক হাসান। বর্তমানে ঢাকা উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং চলছে। পি-আর প্রোডাকশন প্রযোজিত নাটকটি যৌথভাবে পরিচালনা করছেন চিত্রনাট্যকার শ্যামল ভাদুড়ী ও তুষার খান।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- রওনক হাসান, নাদিয়া আহমেদ, লুৎফর রহমান জর্জ, সাবেরী আলম, শতাব্দী ওয়াদুদ, নাফিসা চৌধুরী, নাফা, শেলী আহসান, সমাপ্তি, শিশির, শেখ মাহবুবুর রহমান, লীনা ফেরদৌসী, আফরি সেলিনা আফরি প্রমুখ।

এর গল্পে দেখা যাবে, চৌধুরী হাফিজ (পরিবার প্রধান) উদ্দীন মারা গেছেন দু’বছর আগে। তখন থেকে পারিবারিক প্রতিষ্ঠানের হাল ধরে ছেলে চৌধুরী আয়ান হাফিজ। যদিও ঘরে-বাইরে মা তাহমিনা হাফিজের কথার ওপর কোনো কথা নেই। বাড়িতে তাহমিনার ডান হাত হচ্ছে দোলা। চৌধুরী গ্রম্নপ অব কোম্পানির জিএম এবং পারিবারিক বন্ধু আবুল কালাম আজাদের মেয়ে দোলা।

ছোট বেলায় বাবা-মায়ের বিচ্ছেদের পর বলতে গেলে এই চৌধুরী বাড়িতেই বড় হয়েছে সে। তাহমিনার ইচ্ছে দোলা আয়ানের বউ হয়ে এ বাড়িতেই থাকবে। ঠিক সে সময় আয়ান বাড়িতে স্ত্রী হিসেবে নিয়ে আসে অন্য একজনকে। শুরম্ন হয় চরম পারিবারিক টানাপড়েন।

পরিচালক জানান, নাটকটি ডিসেম্বর থেকে চ্যানেল নাইনে সপ্তাহে তিন দিন করে প্রচার হবে।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর