July 27, 2024, 9:55 am

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

অবসরের ঘোষণা দিলেন ইটালিয়ান কিংবদন্তী পিরলো

অবসরের ঘোষণা দিলেন ইটালিয়ান কিংবদন্তী পিরলো

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইটালিয়ান কিংবদন্তী আন্দ্রে পিরলো। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ইতালির হয়ে ২০০৬ সালের বিশ্বকাপের শিরোপা ছাড়াও দুটি চ্যাম্পিয়নস লীগ ও ছয়টি সিরি-আ শিরোপা জয় করেছেন।

৩৮ বছর বয়সী জুভেন্টাস, ইন্টার মিলান ও এসি মিলানের সাবেক এই মিডফিল্ডার নতুন ক্লাব নিউ ইয়র্ক সিটির হয়ে তার ক্যারিয়ার শেষের ঘোষনা দিয়েছেন। এ সম্পর্কে নিজের টুইটার এ্যাকাউন্টে পিরলো লিখেছেন, ‘শুধুমাত্র নিউ ইয়র্কের অভিজ্ঞতাই এখানে শেষ হচ্ছে না, পুরো ফুটবল ক্যারিয়ার থেকেই আমি বিদায় নিচ্ছি। এই সময় আমাকে সমর্থন দেবার জন্য পরিবার, সন্তানদের ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে সবসময় ভালবেসেছে। এবং অবশ্যই আমার দল যেখানে খেলতে পেরে আমি সত্যিই গর্বিত। আমার সতীর্থ যাদের সাথে খেলা আমি দারুন উপভোগ করেছি। সে সমস্ত মানুষ যারা আমার ক্যারিয়ারকে বর্ণাঢ্যময় করে তুলেছে। এবং সর্বোপরী আমার ভক্ত-সমর্থক যাদের ছাড়া আমি আজ এখানে আসতে পারতাম না। তোমরা সবসময়ই আমার হৃদয়ে থাকবে।’

২০১৪-১৫ মৌসুম শেষে জুভেন্টাসের হয়ে সিরি-আ শিরোপা জয় করেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমান পিরলো। জুভেন্টাসের হয়ে চারটি ও এসি মিলানের হয়ে দুটি সিরি-আ শিরোপা জিতেছেন পিরলো। যুক্তরাষ্ট্রে থাকাকালীন তিনি আগেই ঘোষনা দিয়েছিলেন চলতি মৌসুমই হবে তার ক্যারিয়ারের শেষ মৌসুম। এসি মিলানে যোগ দেবার আগে পিরলো ব্রেসকিয়ার হয়ে ক্যারিয়ার শুরু করেন। ইন্টার মিলান ও রেগিনাতেও তিনি খেলেছেন। এসি মিলানের হয়ে তিনি ২০০৩ ও ২০০৭ সালে চ্যাম্পিয়নস লীগের শিরোপা জিতেন। ২০১১ সালে জুভেন্টাসে যোগ দেন। ২০১৫ সালে চ্যাম্পিয়নস লীগের ফাইনালে পিরলো জুভেন্টাসের হয়ে সর্বশেষ ইউরোপে ম্যাচ খেলেছেন। ইতালির হয়ে দীর্ঘ ১৩ বছরের ক্যারিয়ারে ১১৬টি ম্যাচে করেছেন ১৩ গোল।

Share Button

     এ জাতীয় আরো খবর