January 15, 2025, 9:48 pm

সংবাদ শিরোনাম
ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

অবসরের ঘোষণা দিলেন ইটালিয়ান কিংবদন্তী পিরলো

অবসরের ঘোষণা দিলেন ইটালিয়ান কিংবদন্তী পিরলো

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইটালিয়ান কিংবদন্তী আন্দ্রে পিরলো। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ইতালির হয়ে ২০০৬ সালের বিশ্বকাপের শিরোপা ছাড়াও দুটি চ্যাম্পিয়নস লীগ ও ছয়টি সিরি-আ শিরোপা জয় করেছেন।

৩৮ বছর বয়সী জুভেন্টাস, ইন্টার মিলান ও এসি মিলানের সাবেক এই মিডফিল্ডার নতুন ক্লাব নিউ ইয়র্ক সিটির হয়ে তার ক্যারিয়ার শেষের ঘোষনা দিয়েছেন। এ সম্পর্কে নিজের টুইটার এ্যাকাউন্টে পিরলো লিখেছেন, ‘শুধুমাত্র নিউ ইয়র্কের অভিজ্ঞতাই এখানে শেষ হচ্ছে না, পুরো ফুটবল ক্যারিয়ার থেকেই আমি বিদায় নিচ্ছি। এই সময় আমাকে সমর্থন দেবার জন্য পরিবার, সন্তানদের ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে সবসময় ভালবেসেছে। এবং অবশ্যই আমার দল যেখানে খেলতে পেরে আমি সত্যিই গর্বিত। আমার সতীর্থ যাদের সাথে খেলা আমি দারুন উপভোগ করেছি। সে সমস্ত মানুষ যারা আমার ক্যারিয়ারকে বর্ণাঢ্যময় করে তুলেছে। এবং সর্বোপরী আমার ভক্ত-সমর্থক যাদের ছাড়া আমি আজ এখানে আসতে পারতাম না। তোমরা সবসময়ই আমার হৃদয়ে থাকবে।’

২০১৪-১৫ মৌসুম শেষে জুভেন্টাসের হয়ে সিরি-আ শিরোপা জয় করেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমান পিরলো। জুভেন্টাসের হয়ে চারটি ও এসি মিলানের হয়ে দুটি সিরি-আ শিরোপা জিতেছেন পিরলো। যুক্তরাষ্ট্রে থাকাকালীন তিনি আগেই ঘোষনা দিয়েছিলেন চলতি মৌসুমই হবে তার ক্যারিয়ারের শেষ মৌসুম। এসি মিলানে যোগ দেবার আগে পিরলো ব্রেসকিয়ার হয়ে ক্যারিয়ার শুরু করেন। ইন্টার মিলান ও রেগিনাতেও তিনি খেলেছেন। এসি মিলানের হয়ে তিনি ২০০৩ ও ২০০৭ সালে চ্যাম্পিয়নস লীগের শিরোপা জিতেন। ২০১১ সালে জুভেন্টাসে যোগ দেন। ২০১৫ সালে চ্যাম্পিয়নস লীগের ফাইনালে পিরলো জুভেন্টাসের হয়ে সর্বশেষ ইউরোপে ম্যাচ খেলেছেন। ইতালির হয়ে দীর্ঘ ১৩ বছরের ক্যারিয়ারে ১১৬টি ম্যাচে করেছেন ১৩ গোল।

Share Button

     এ জাতীয় আরো খবর