January 16, 2025, 3:58 am

সংবাদ শিরোনাম
মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক

একদিন বিএনপিকে খুঁজেও পাওয়া যাবে না: তোফায়েল

একদিন বিএনপিকে খুঁজেও পাওয়া যাবে না: তোফায়েল

ডিটেকটিভ নিউজ ডেস্ক

এক সময় বিএনপিকে ‘বাটি চালান’ দিয়েও খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ।

গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির ‘আইভী রহমান’ অডিটরিয়ামে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রজমানের মৃত্যুবার্ষিকী পালন কমিটির আয়োজনে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

সাবেক মন্ত্রী তোফায়েল বলেন, বর্তমানে দুর্নীতির দায়ে বিএনপি নেত্রী খালেদা জিয়া জেলে, একুশে অগাস্ট গ্রেনেড হামলার মামলায় দ-প্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে পলাতক। এই অবস্থায় দিশেহারা বিএনপি নেতাকর্মীরা দলে দলে পদত্যাগ করছে। এমন একদিন আসবে যেদিন বিএনপিকে বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না।

আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, দেশের বিভিন্ন জায়গায় বিএনপি নেতাকর্মীরা দলে দলে পদত্যাগ করছে। বিএনপির নেতারা বলছে, সরকারের চাপে পড়ে বিএনপি থেকে নেতাকর্মীরা দল ছাড়তে বাধ্য হচ্ছে।

আমি বলব, দলে ভেড়ানোর নীতি আওয়ামী লীগ বিশ্বাস করে না। বিএনপির দৈন্যদশার কারণেই নিজ উদ্যোগে নেতাকর্মীরা দলে দলে বের হয়ে আসছে। নেতাকর্মীরা বুঝতে পেরেছে, বিএনপির অবস্থা মুসলিম লীগের দিকে যাচ্ছে। এই কারণেই দলে দলে বিএনপি নেতাকর্মীরা পদত্যাগ করছে। একুশে অগাস্ট গ্রেনেড হামলার ঘটনায় দ-প্রাপ্ত আসামি তারেক রহমানকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানান হানিফ। নির্বাচন বর্জনের মাধ্যমে বিএনপি নতুন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে বলেও দাবি করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আওয়ামী লীগ নেতা এম এ করিমের সভাপতিত্বে আলোচনা সভায় সভাপতি ম-লীর সদস্য মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিনসহ বক্তারা প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মৃতিচারণ করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর