December 30, 2024, 11:15 pm

সংবাদ শিরোনাম
হিলিতে সবজিসহ আলু পেঁয়াজ ও আদার দাম কমেছে ইসলামপুরে সাবেক পৌর মেয়র আঃ কাদের শেখ আটক গাইবান্ধায় ৮২ বোতল ফেনসিডিলসহ দুই মহিলা মাদক কারবারি আটক। মধুপুরে ৩দিন ব্যাপি পিঠা উৎসব অনুষ্ঠিত ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দিতে দিনদুপুরে ফিল্মি স্টাইলে ছিনতাই উলিপুরে যুবদল নেতার মৃত্যু নিয়ে দোকানপাট ভাঙচুর ও বাড়িঘরে অগ্নিসংযোগ যশোরের পল্লীতে আদালতের ভুয়া ডিক্রি ও জাল দলিল বুনিয়াদে ভূমিদস্যুদের জমি জবর দখলের চেষ্টা উখিয়ায় মেরিন ড্রাইভ সড়কে কলেজ ছাত্র নিহত খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ১ম পুনর্মিলনী অনুষ্ঠিত গৌরনদীতে দুইটি পরিবহন ও লরির ত্রিমূখী সংঘর্ষ

উগ্র হিন্দুত্ববাদী আগ্রাসন ও রয়ের এজেন্ট নামে খ্যাত হলুদ গণমাধ্যম সমূহের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র ও জনতার সমন্বিত প্রতিবাদ মিছিল

চট্টগ্রাম প্রতিনিধি:

শুক্রবার বাদ জুমা ২ ঘটিকায় নগরীর আকবরশাহ্ থানাধীন ৯নং ওয়ার্ডের অন্তর্গত ফয়েজ লেক এলাকায় এই বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়। উক্ত বিক্ষোভ মিছিলে , আকবর শাহ্ থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ও সাধারণ জনতা অংশগ্রহণ করে।

উগ্র হিন্দুত্ববাদী ইসকন ও রয়ের এজেন্ট খ্যাত হলুদ গণমাধ্যম সমূহের বিরুদ্ধে স্লোগান ও বক্তব্য প্রদান করা হয়।

মিছিল শেষে তরুন ছাত্র নেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনর ছাত্র প্রতিনিধি ইয়াছিন আরাফাত বলেন, গত ষোল বছর ফ্যাসিবাদের দোসররা সাধারণ মানুষদের স্বাধীনতা হরন করে একক আধিপত্যের স্বৈরশাসন চলমান রেখেছিল। ফ্যাসিজম আর ফ্যাসিস্টের মতের দ্বিমত পোষণকারী মানুষদের তারা মামলা, হামলা, গুম খুঁনসহ এমন কোন অপরাজনী নেই, যা তারা বিগত ১৬বছরে করেনি।

আর ঐ সময়গুলোতে প্রথম কালো, দিল্লি স্টার, ৭১, ডিবিসি ও অসময় টিভির মতো উপরের সারির সংবাদ মাধ্যম গুলো মুখে কুলুপ এটে র্নিলজ্জের মতো ফ্যাসিবাদকে কায়েম রাখার রশদ যুগিয়েছিল। আর এদের অপতৎপরতায় ফ্যাসিবাদের অন্ধকার গলিতে দিল্লির জিঞ্জিরে গত ১৬ বছর এদেশের মানুষরা দিকবিদিকশুন্য হয়ে স্বাধীনতা বিবর্জিত ছিল। জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা ছাত্র জনতা ফ্যাসিবাদের বৈষম্যমূলক রাষ্ট্রশক্তিকে পরাজিত করে এদেশের মানুষদের মাধ্যম হিসেবে স্বাধীনতা এনে দিয়েছি।

ইনশাআল্লাহ! ফ্যাসিস্ট, ফ্যাসিবাদ আর দিল্লির প্রেসক্রিপশনের মদদপুষ্ট অপশক্তির যে কোন অপতৎপরতা রুখে দিতে ছাত্রসমাজ বদ্ধপরিকর।

বিশিষ্ট সমাজ সেবক মহিউদ্দিন বলেন, এমন একটি মিছিলে সকলের অংশ গ্রহণের জন্য সকলের নিকট ধন্যবাদ জ্ঞাপন করছি। তিনি ভারতীয় উগ্র হিন্দুত্ববাদ ও ভারতীয় গণমাধ্যমের যে আগ্রাসন ওই আগ্রাসনকে রুখে দিতে সমাজের সর্বস্তরের লোকেরা সোচ্চার। দেশের যে কোন ক্লান্তি লগ্নে আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে এ ধরনের আগ্রাসনকে আমরা রুখে দিতে এইভাবে সমাবেত হবো।

বিশিষ্ট সমাজ সেবক আবু তাহের বলেন, আমরা হিন্দুদের বিরুদ্ধে না আমরা উগ্র-হিন্দুত্ববাদের বিরুদ্ধে। মুসলিম খ্রিস্টান সকলেই সমভাবে সমান অধিকারে বসবাস করবে। কিন্তু এই সম্প্রীতি নষ্ট করার জন্য আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সম্মিলিতভাবে ইসকন এবং হিন্দুদের মধ্যে ঢুকে সাধারণ মানুষদের উপর অত্যাচার ও দেশে নৈরারাজ্য সৃষ্টি করছে।

তাদের নেতা নেত্রীরা এদেশ থেকে কোটি কোটি টাকা লুটপাট করে নিয়ে বিদেশে অবস্থান করছে এবং বিদেশ হতে তাদের নেতৃবৃন্দদেরকে বিভিন্ন নৈরাজ্য সৃষ্টি করতে এবং দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে ইন্দন জোগাচ্ছে। আমরা যদি আমাদের জায়গায় সম্প্রীতি বজায় রাখতে পারি, কোন অপশক্তি আমাদের বিপক্ষে কোন অপতৎপরতায় সফল হবে না।

ডিটেকটিভ/আরাফাত

Share Button

     এ জাতীয় আরো খবর