আমরা এখন মাদারবোর্ড বানানোর যুগে পৌঁছে গেছি: মোস্তাফা জব্বার
ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘বহুজন বিশ্বাস করে নাই যে, আমরা ল্যাপটপ বানাব, আমরা ফোন বানাব। আজ আমি গর্বের সঙ্গে বলতে পারি, আমরা এসব তো ক্রস করেই ফেলছি, আমরা এখন মাদারবোর্ড বানানোর যুগে পৌঁছে গেছি। আজকালের মধ্যে মাদারবোর্ড বানানোর জন্য যেসব কম্পোনেন্টগুলো রয়েছে, সেগুলোর ওয়ান পার্সেন্ট ডিউটির এসআরও হয়তো পেয়ে যাব।’
গত মঙ্গলবার বিটিআরসি কার্যালয়ে এসএমএসে বৈধ-অবৈধ হ্যান্ডসেট যাচাই এবং এ খাতে অন্যান্য সুবিধা তৈরিতে মোবাইল হ্যান্ডসেটের তথ্য নিয়ে একটি ডেটাবেজের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘ফলে এটি একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। বাংলাদেশের ডিজিটাল ডিভাইস তৈরির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জিং কম্পোনেন্ট, তার নাম মাদারবোর্ড। এটি বাংলাদেশে বানাব আমরা।’
ফাইভজি চালু নিয়ে বাংলাদেশের অবস্থানের বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমরা কোনো অবস্থাতেই পৃথিবী থেকে এক চুল দূরেও থাকব না ফাইভজি লঞ্চ করার ক্ষেত্রে। আমি আশা করব, যারা যেখানে যে অবস্থাতেই আছেন, তারা ফাইভজির জন্য প্রস্তুত থাকবেন। ফাইভজিতে এক পা পিছিয়ে থাকার কোনো ইচ্ছে নাই।’