January 21, 2025, 7:23 am

সংবাদ শিরোনাম

ধারাভাস্যকার নেহরা

ধারাভাস্যকার নেহরা

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

ভারত-শ্রীলংকার মধ্যকার তিন টেস্ট সিরিজে আজকে শুরু প্রথম ম্যাচ দিয়ে ধারাভাস্যকার হিসেবে অভিষেক হতে যাচ্ছে ভারতের সাবেক পেসার আশীষ নেহরার। নিজ মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের টি-২০ সিরিজে ১ নভেম্বর প্রথম ম্যাচ খেলে সকল প্রকার ক্রিকেট থেকে অবসর নেয়া নেহরা আজ কোলকাতার ইডেন গার্ডেনে শ্রীলংকা-ভারতের প্রথম টেস্ট দিয়ে ধারাভাস্যকার হিসেবে আবির্ভুত হবেন। সংক্ষিপ্ত ভার্সনে ডেথ বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা বাঁ-হাতি এ পেসার অনেক ম্যাচেই ভারতের ত্রান কর্তা ছিলেন। ১৯৯৯ সালে কলম্বোতে শ্রীলংকার বিপক্ষে অভিষেক হওয়া নেহরা ক্যারিয়ারে ১৭ টেস্টে ৪৪ উইকেট শিকার করেছেন। ২০০১ সালে অভিষেক হওয়া নেহরা ৫০ ওভারের ক্রিকেটে ১৫৭ ছাড়া ২৭টি টি-২০ ম্যাচে ৩৪ উইকেট শিকার করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর