September 18, 2024, 7:11 am

সংবাদ শিরোনাম

ইতালির ব্যর্থতা থেকে শিক্ষা নিতে বললেন ব্রাজিল কোচ

ইতালির ব্যর্থতা থেকে শিক্ষা নিতে বললেন ব্রাজিল কোচ

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে ইতালির ব্যর্থতায় সবাইকে সতর্ক করে দিয়ে ব্রাজিল কোচ তিতে জানিয়েছেন, এতে বোঝা গেল বাছাই পর্ব কত কঠিন; এখানে খ্যাতির কোনো মূল্য নেই।

মিলানে গত সোমবার রাতে বাছাই পর্বের প্লে-অফের ফিরতি লেগে সুইডেনের সঙ্গে গোলশূন্য ড্র করে ইতালি। কিন্তু প্রথম লেগে ১-০ গোলে হারায় ১৯৫৮ সালের পর এই প্রথম বিশ্বকাপে খেলতে পারবে না চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ব্রাজিলের অবশ্য রাশিয়া বিশ্বকাপের টিকেট পেতে কোনো সমস্যা হয়নি। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে তো বটেই, সব অঞ্চল মিলিয়ে বাছাইপর্ব থেকে সবার আগে বিশ্বকাপ খেলার নিশ্চয়তা পেয়ে যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

লন্ডনের ওয়েম্বলিতে গত মঙ্গলবার রাতে ইংল্যান্ডের সঙ্গে প্রীতি ম্যাচে গোলশূন্য ড্র করে ব্রাজিল। ম্যাচের পর সংবাদ সম্মেলনে বিশ্বকাপের বাছাইয়ে ইতালির ব্যর্থতা প্রসঙ্গে কথা বলেন তিতে। ইতালির ক্ষেত্রে এমনটা হল। আমাদের জন্য এটা দেখাটা গুরুত্বপূর্ণ। কারণ, আপনাকে বাছাইপর্ব পার হওয়ার উপর গুরুত্ব দিতে হবে। বিশ্বকাপে যাওয়াটা খুবই কঠিন। কেবল ইতিহাস, কেবল জার্সির ক্ষমতা আপনাকে আর বিশ্বকাপে নিয়ে যায় না।

“উচ্চমানের ফুটবলের এই যুগে আপনি এসবের উপর নির্ভর করতে পারেন না। ইতালি তাদের গ্রুপ থেকে বা সুইডেনের বিপক্ষে খেলে বিশ্বকাপে যেতে পারল না।

Share Button

     এ জাতীয় আরো খবর