September 8, 2024, 8:40 am

সংবাদ শিরোনাম
কেরাণীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ কুড়িগ্রামে ট্রাক চাপায় পল্লি চিকিৎসক নিহত আত্মশুদ্ধির মাধ্যমে দেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। …. মাওলানা উবায়দুল্লাহ ফারক পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু পার্বতীপুরে ছাত্র জনতা গনহত্যায় নিহত ও আহত শিক্ষার্থীদের স্মরণে শহিদী মার্চ প্রবীণ হিতৈষী সংঘের প্রশাসকের অপসারণ ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় পুলিশ সুপার মোশাররফ হোসেন শ্রমিক দলের আহবায়ক গফুর হাসানকে নিজ এলাকায় ফুল দিয়ে বরন কুড়িগ্রামের রৌমারীতে সাঁকো নির্মাণ করলো বিজিবি ছাত্র-জনতা রেড ক্রিসেন্টে সোসাইটি লক্ষ্মীপুরে ত্রাণ সামগ্রী বিতরণ

অসুস্থ হয়ে হাসপাতালে আগুয়েরো

অসুস্থ হয়ে হাসপাতালে আগুয়েরো

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

রাশিয়ার ক্রাসনাধারে আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচের বিরতির সময় ড্রেসিংরুমে অসুস্থ হয়ে পড়েছিলেন সার্জিও আগুয়েরো। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর অবশ্য ছেড়ে দেওয়া হয়েছে।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, আগুয়েরো লাইপোথিমিয়াতে আক্রান্ত হয়েছেন। এতে শরীর নিস্তেজ হয়ে গেলেও রোগীর জ্ঞান থাকে। হাসপাতালে তাঁর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। চিকিৎসকেরা বলেছেন, তিনি শঙ্কামুক্ত।

গত শনিবার রাশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক ছিলেন ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড। গত মঙ্গলবার নাইজেরিয়ার বিপক্ষেও ম্যাচের ৩৬ মিনিটে একটি গোল করেন তিনি। যদিও ২-০ গোলে এগিয়ে গিয়েও ম্যাচটি ৪-২ গোলে হেরেছে আর্জেন্টিনা।

১৫ বছর বয়সে হৃৎপি-ে অস্ত্রোপচার হয়েছিল আগুয়েরোর। তাঁর অসুস্থতার কারণ সেটিই কি না, তা অবশ্য ভালোভাবেই পরীক্ষা করে দেখা হয়েছে বলে জানিয়েছেন আর্জেন্টিনা দলের চিকিৎসক দোনাতো ভিলানি। সে ধরনের কিছু পরীক্ষায় পাওয়া যায়নি বলেই সবাইকে আশ্বস্ত করেছেন ভিলানি, ‘সে দুবার অসুস্থ বোধ করে। ১৫ বছর বয়সে তার হৃৎপি-ে একটি ছোট অস্ত্রোপচার হয়েছিল। ক্রাসনাদরের যে ক্লিনিকে ওকে নেওয়া হয়েছিল, সেখানকার চিকিৎসকেরা জানিয়েছেন, তার অসুস্থতার সঙ্গে সেই অস্ত্রোপচারের কোনো সম্পর্ক নেই।’

ম্যানচেস্টার সিটির হয়ে রেকর্ড গোল স্কোরার কিছুদিন আগেই আমস্টারডামে গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন। সেই দুর্ঘটনায় তাঁর পাঁজরের হাড় ভেঙে গিয়েছিল। সূত্র: এএফপি

Share Button

     এ জাতীয় আরো খবর