ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
চতুর্থ সন্তানের বাবা হয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো।
বান্ধবী জর্জিনা রদ্রিগেসের গর্ভে এটাই পর্তুগিজ অধিনায়কের প্রথম সন্তান। আগেই কন্যা সন্তানের নাম আলানা মার্তিনা রেখেছিলেন তারা।
রোববার রোনালদো ইনস্টাগ্রামে এক পোস্টে জানান, মার্তিনা ও তার মা ভালো আছেন।
চলতি বছরের জুনে সারোগেট মায়ের মাধ্যমে জমজ সন্তান মাতেও ও ইভার বাবা হন রোনালদো। তার প্রথম সন্তান ক্রিস্তিয়ানো জুনিয়রের জন্ম ২০১০ সালে। তাদের সবারই মায়ের নাম গোপন রাখা হয়।
সম্প্রতি রোনালদো জানান, পিতৃত্ব তাকে ‘নমনীয়’ করেছে এবং জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে।