January 10, 2025, 8:42 pm

সংবাদ শিরোনাম
জয়পুরহাটে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি হামলা ও ভাংচুর হাজার মামুষের ভালবাসায় চির বিদায় গাজী মারুফ মধুপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম মৌলভীবাজার জেলা বিএনপি নেতা গাজী মারুফ মৃত্যু, বিএনপির মহাসচিব ও জেলা বিএনপির শোক,জানাযার নামাজ বুধবার সিলেট মেতেছে বিপিএল উন্মাদনায় ঘরেও জয়ের দেখা পায়নি সিলেট স্টাইকার্সের হেলস ঝড়ে জয়ে নিয়ে মাঠ ছাড়লো রংপুর

সমালোচনার ঝড় পশতু ভাষায় সাকিব-তামিমের টুইটে

সমালোচনার ঝড় পশতু ভাষায় সাকিব-তামিমের টুইটে

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

পাকিস্তানের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি- টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট পিএসএলের আগামি আসরেও খেলতে যাচ্ছেন বাংলাদেশের দুই ক্রিকেটতারকা সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। দুজনেই খেলবেন পেশওয়ার জালমির হয়ে। আগমী বছরের শুরুতে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। কিন্তু তার আগেই পাকিস্তানের আঞ্চলিক ভাষায় টুইট করে সমালোচনার মুখে জাতীয় দলের এই দুই সতীর্থ!

পিএসএলের প্রচারণার অংশ হিসেবে পশতু ভাষায় টুইট করেছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার। টুইটে দুজনেই পেশওয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদিকে ধন্যবাদ জানিয়েছেন।

সাকিব লিখেছেন, ‘নতুন দল নিয়ে আমি ভীষণ উত্তেজনা বোধ করছি। ইনশাল্লাহ আমরা আবারও জিতব। মাঠেই দেখা হবে।’

অন্যদিকে তামিম ইকবাল লিখেছেন, ‘দলে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জাভেদ আফ্রিদি। আশা করছি, সমর্থকদের ভালো কিছু উপহার দিতে পারব। ইনশাল্লাহ আমরাই জয়ী হব।’

বাংলাদেশের ক্রিকেটের এই দুই বড় তারকার এমন কর্মে ক্ষিপ্ত হয়েছেন বেশিরভাগ বাংলাদেশি ক্রিকেটপ্রেমী। সাকিব-তামিম কেন বাংলা ভাষার ব্যবহার না করে পাকিস্তানি স্থানীয় ভাষা ব্যবহার করে টুইট করলেন- এটা তাদের বক্তব্য। অনেকে বায়ান্নর মহান ভাষা আন্দোলনের প্রসঙ্গও টেনে এনেছেন। এই পাকিস্তানিরাই তো বাংলা ভাষাকে বাদ দিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা করতে চেয়েছিল।

তবে পশতু ভাষায় টুইট করে পেশওয়ার জালমির সমর্থকদের কাছ থেকে শুভেচ্ছা পেয়েছেন এই দুজন। আবার পাকিস্তানপন্থী বাংলাদেশি কিছু মানুষ ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের কথা ভুলে সাকিব-তামিমের এই উদ্যোগকে সাধুবাদ জানাতে বলেছেন। সাধারণত, সমর্থকদের সঙ্গে খেলোয়াড়দের আরও ঘনিষ্ঠ করতে ফ্র্যাঞ্চাইজিগুলোর উদ্যোগে সোশ্যাল সাইটে এমন প্রচারণা করে থাকেন ক্রিকেটাররা। এর আগে পিএসএলের একটি ম্যাচ শেষে তামিমকে উর্দুতে প্রশ্ন জিজ্ঞেস করে সমালোচিত হয়েছিলেন রমিজ রাজা। টুইটার।

Share Button

     এ জাতীয় আরো খবর