September 19, 2024, 10:41 am

ট্রিপল সেঞ্চুরি নারাইনের

ট্রিপল সেঞ্চুরি নারাইনের

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

তৃতীয় খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে ৩০০ উইকেট শিকারি হলেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারাইন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরের দশম ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে ৪ ওভারে ১০ রানে ৩ উইকেট নিয়ে ক্যারিয়ারে ৩০০ উইকেট পূর্ণ করেন নারাইন।

নারাইনের আগে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৩০০ উইকেট নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। ব্রাভো ৩৫৯ ম্যাচে ৩৮৭ উইকেট ও মালিঙ্গা ২৪৩ ম্যাচে ৩২৫ উইকেট নিয়েছেন। আর ২৫২ ম্যাচে নারাইনের উইকেট ৩০১।

বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান। ২৪২ ম্যাচে তার শিকার ২৭২ উইকেট। তালিকায় সপ্তম স্থানে আছেন সাকিব।

Share Button

     এ জাতীয় আরো খবর