September 16, 2024, 4:17 pm

সংবাদ শিরোনাম

রাজশাহীর প্রথম জয় মুমিনুলের ব্যাটে

রাজশাহীর প্রথম জয় মুমিনুলের ব্যাটে

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সামিদের আঁটসাঁট বোলিংয়ে হাতের নাগালেই লক্ষ্য পেয়েছিল রাজশাহী কিংস। মাঝারি পুঁজি নিয়ে রংপুর রাইডার্সকে লড়াই করতে দেননি মুমিনুল হক। বাঁহাতি এই ব্যাটসম্যানের দারুণ ফিফটিতে বিপিএলের চলতি আসরে প্রথম জয় পেয়েছে গতবারের রানার্সআপরা।

রংপুরের ১৩৪ রান ২০ বল হাতে রেখে ছাড়িয়ে যায় রাজশাহী। টানা দুই হারের পর জয়ের স্বাদ পেল ড্যারেন স্যামির দল। জয় দিয়ে শুরু করা মাশরাফি বিন মুর্তজার রংপুর হারল টানা দুই ম্যাচ।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার টস জিতে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে যথেষ্ট রান জমা করতে পারেনি রংপুর। দুই উদ্বোধনী ব্যাটসম্যানের ফিফটিতে সহজেই জিতে যায় রাজশাহী।

মুমিনুল-লেন্ডল সিমন্সের ১২২ রানের উদ্বোধনী জুটি ভাঙতে পারত শুরুতেই। মাশরাফির বলে ডিপ স্কয়ার লেগে নাজমুল অপুকে সহজ ক্যাচ দিয়েও বেঁচে যান মুমিনুল। বাঁহাতি ব্যাটসম্যান সে সময় ছিলেন ১ রানে।

জীবন দারুণভাবে কাজে লাগিয়েছেন মুমিনুল। মাশরাফির বলে তুলে নিয়েছেন চার-ছক্কা। জীবন দেওয়া নাজমুলকে হাঁকিয়েছেন বিশাল এক ছক্কা। শেষ পর্যন্ত ৪৪ বলে চারটি চার ও তিনটি ছক্কায় মুমিনুল অপরাজিত ৬৩ রানে।

ম্যাচ সেরা মুমিনুলের ঝড়ো ব্যাটিংয়ে ছায়ায় পড়ে যাওয়া সিমন্স ৫০ বলে ফিরেন ৫৩ রান করে। শত রানের উদ্বোধনী জুটি ভাঙে তার রান আউটে। চার হাঁকিয়ে পরের বলে ফিরে যান ম্যালকম ওয়ালার।

রনি তালুকদারকে সঙ্গে নিয়ে বাকিটুকু সহজেই সারেন মুমিনুল।

চলতি আসরে প্রথমবারের মতো খেলতে নেমে ৩৪ রান দিয়ে উইকটশূন্য অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক। নিষ্প্রভ ছিলেন লাসিথ মালিঙ্গা।

ঢাকা পর্বের প্রথম ম্যাচে রংপুরকে চাপে ফেলে টপ অর্ডার। ৪ ওভারের মধ্যে ৩৩ রানে ফিরে যান প্রথম তিন ব্যাটসম্যান। জনসন চার্লসকে বিদায় করে ম্যাচের তৃতীয় বলে আঘাত হানেন অফ স্পিনার মিরাজ।

চতুর্থ ওভারে তিন বলের মধ্যে অ্যাডাম লিথ ও মোহাম্মদ মিঠুনকে ফিরিয়ে দেন ফরহাদ রেজা। শুরুর ধাক্কা কাটিয়ে উঠতে অনেক বেশি সময় নিয়ে ফেলেন রবি বোপারা ও শাহরিয়ার নাফীস। ৯ ওভারে তারা যোগ করেন ৪৯ রান।

চতুর্থ ওভারে ক্রিজে এসে শেষ পর্যন্ত খেলা বোপারা ৫১ বলে অপরাজিত থাকেন ৫৪ রানে। কিন্তু তাকে ঘিরে খেলতে পারেননি রংপুরের অন্য ব্যাটসম্যানরা। প্রত্যাশিত ঝড় তুলতে পারেননি কেউই।

অনেক সময় নিয়ে থিতু হয়ে শাহরিয়ার ফিরেন ৩১ বলে ২৩ রান করে। দ্রুত বিদায় নেন থিসারা পেরেরা। এক ছক্কায় ১১ রানে অপরাজিত থাকেন জিয়াউর রহমান।

মিরাজ ১৯ রান দিয়ে নেন একটি উইকেট। পাকিস্তানের পেসার সামি ১৯ রান দিয়ে উইকেটশূন্য। নিউ জিল্যান্ডের অলরাউন্ডার জেমস ফ্র্যাঙ্কলিন ১৪ রানে নেন ১ উইকেট। শেষ ওভারটায় একটু বেশি রান দেওয়া ফরহাদ রেজা ২ উইকেট নেন ২৮ রানে।

রংপুর রাইডার্স: ২০ ওভারে ১৩৪/৫ (চার্লস ২, লিথ ৪, মিঠুন ১৮, বোপারা ৫৪*, শাহরিয়ার ২৩, থিসারা ৪, জিয়া ১১*; মিরাজ ১/১৯, সামি ০/১৯, রেজা ২/২৮, উইলিয়ামস ১/৩৪, ফ্র্যাঙ্কলিন ১/১৪, নিহাদ ০/৯)

রাজশাহী কিংস: ১৬.৪ ওভারে ১৩৮/২ (সিমন্স ৫৩, মুমিনুল ৬৩*, ওয়ালার ৪, রনি ১০*; মাশরাফি ০/২৭, মালিঙ্গা ০/৩০, রাজ্জাক ০/৩৪, নাজমুল ০/১০, বোপারা ০/১৭, থিসারা ১/১২, জিয়া ০/৭)

ফল: রাজশাহী কিংস ৮ উইকেটে জয়ী

Share Button

     এ জাতীয় আরো খবর