সৎ মায়ের নির্যাতনে…
বরিশাল প্রতিনিধি
সৎ মায়ের অমানুষিক নির্যাতনে একটি কানের অর্ধেক ছিঁড়ে ঝুলে গেছে শিশু সাইমুনের (৮)। হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে জেলার গৌরনদী উপজেলার টরকী নবীনগর গ্রামে।
জানা গেছে, ঐ গ্রামের হালিম হাওলাদারের প্রথম স্ত্রী ছয় বছর পূর্বে মারা যান। এরপর সাথী বেগমকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন হালিম। সৎ মা সাথীর জ্বালাতনে অতিষ্ঠ হয়ে হালিম তার প্রথম স্ত্রীর পুত্র সাইমুনকে কসবা শরীফবাড়ী নূরানী মাদ্রাসার ভর্তি করে সেখানকার বোর্ডিংয়ে রাখেন। দ্বিতীয় শ্রেনীর ছাত্র সাইমুন জানায়, গত শুক্রবার বিকেলে সে বাড়িতে এসে ঐদিন রাতে বাড়িতে থাকায় তার সৎ মা তাকে গালিগালাজের একপর্যায়ে অমানুষিক নির্যাতন করেন। এতে তার একটি কানের অর্ধেক ছিঁড়ে ঝুলে যায়। এসময় সাইমুনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে। খবর পেয়ে শিশু সাইমুনের পিতা হালিম বাড়িতে পৌঁছে স্থানীয় এক চিকিৎসকের মাধ্যমে সাইমুনের চিকিৎসা করান। সৎ মা কর্তৃক শিশুকে অমানুষিক নির্যাতনের ঘটনায় ঐ এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে।