April 25, 2025, 10:08 pm

সংবাদ শিরোনাম
বড়দরগা হাইওয়ে থানা কর্তৃক ৩০ বোতল ফেনসিডিল সহ একজন গ্রেফতার শেরপুর আবাসিক এলাকায় দেশীয় অস্ত্রসহ গ্রেফতার -১ সিলেটে আখড়ার সম্পত্তি বিক্রি মন্দির কমিটির নেতাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যশোরে মাদক কারবারিদের পক্ষ নেয়ায় বৈষম্যবিরোধী নেতা সুজনকে গণধোলাই রানা ঝড়-মিরাজ ঘূর্ণিতে টেস্ট জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখলো বাংলাদেশ টেকনাফে রোহিঙ্গা মানব পাচারকারী আবদুল্লাহর নানান অপকর্ম থেকে নেই? মিথ্যা আশ্রয় নিয়ে প্রতি পক্ষের বিরুদ্ধে মামলা যশোরে আওয়ামী লীগের হঠাৎ ঝটিকা মিছিল বেনাপোল স্হল বন্দর দিয়ে গাড়ী আমদানি কমেছে যশোরে সন্ত্রাসী হৃদয় আটক দেখার কেউ নেই, ভুয়া সদস্যের ছড়াছড়ি-রংপুর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নে

বসন্তের সন্ধ্যায় শেরপুরে সাহিত্যপ্রেমীদের ইফতার

ইয়াসীন সেলিম
 
সিলেট বিভাগের সাহিত্যপ্রেমী ও লেখকদের স্বনামধন্য সংগঠন শ্রীহট্ট সাহিত্য সংসদ। যার কার্যক্রম পরিচালিত হয় সিলেট বিভাগের মিলনস্থল শেরপুর থেকে। আজ ১১ই মার্চ ২০২৫খ্রি., ১০ম রমজান রোজ মঙ্গলবার সন্ধ্যায় শ্রীহট্ট সাহিত্য সংসদের উদ্যোগে সাহিত্যপ্রেমীদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয় শেরপুরের মুনলাইট রেস্টুরেন্টের হলরুমে। সিলেট বিভাগের নানাপ্রান্ত থেকে আসা কবি লেখক, সাংবাদিক সাহিত্যপ্রেমীদের আড্ডা ও ইফতার মাহফিলের মাধ্যমে মুখরিত হয়ে ওঠে পুরো হলরুম।

“ইফতারে ছড়াক সম্প্রীতির বার্তা” এই স্লোগানকে ধারণ করে উক্ত ইফতার মাহফিল ও আড্ডাস্থল হয়ে ওঠে ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতির এক অনন্য আয়োজন। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকেন কথাসাহিত্যিক, সাংবাদিক ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আকমল হোসেন নিপু, রহস্যলেখক ও ব্যাংক কর্মকর্তা কয়েস সামী, শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান আবু তাহের, শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শিপু কুমার দাস, শেরপুর আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শিহাবুর রহমান, থিয়েটার পাঠশালার সভাপতি নজরুল ইসলাম, লেখক বিমান ধর, সমাজকর্মী ও ক্রীড়াব্যক্তিত্ব এমএস আলম, সামাজিক ব্যক্তিত্ব তাপস দেবনাথ, আব্দুল খালিক ও জাহাঙ্গীর খান।

শ্রীহট্ট সাহিত্য সংসদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি আব্দুস সামাদ আজাদ, সহসভাপতি যাদব সূত্রধর, যুগ্ম-সাধারণ সম্পাদক বিলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক লিটন দেব জয়, প্রচারসম্পাদক জুয়েল আহমদ, আইটি সম্পাদক হেলাল মিয়া, কোষাধ্যক্ষ দেবাশীষ দাস, কার্যকরী কমিটির সদস্য সাইদুর রহমান, কায়েস আহমেদ, সৌরভ সূত্রধর, অংকন আচার্য, শায়খুল হোসাইন অপু প্রমুখ।

বসন্তের নান্দনিক অপরাহ্নে আড্ডায় মুখরিত হয়ে ওঠে মুনলাইট রেস্টুরেন্ট। সাহিত্য, সমসাময়িক রাজনীতি, কবিতা ও পাঠ্যাভ্যাস বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোকপাত করেন কথাসাহিত্যিক আকমল হোসেন নিপু ও থ্রিলার লেখক কয়েস সামী। ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হওয়ার কথা থাকলেও উন্মুক্ত প্রাঙ্গনে চলে চা-চক্র ও সাহিত্যবিষয় আলোচনা। সময় বয়ে চলে, কিন্তু আড্ডা শেষ হয় না। তারাবির নামাজ ও দূর-দূরান্ত থেকে আগত অতিথিদের যাতায়াতের সুবিধার্তে রাত আটটায় ভাঙে শৈল্পিকতায় মুখর এই সাহিত্যপ্রেমীদের হাট।

Share Button

     এ জাতীয় আরো খবর