March 20, 2025, 9:57 pm

সংবাদ শিরোনাম
মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগানের ইফতার মাহফিল সম্পন্ন জৈন্তাপুরে ২৫শে মার্চ গনহত্যা দিবস ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা শার্শার বৃদ্ধা হত্যা মামলার আসামী নারায়নগঞ্জ হতে আটক জামালপুরে তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার শীর্ষক সংবাদ সম্মেলন বান্দরবানে স্কুল পড়ুয়া ছাত্রীকে গনধর্ষনে অভিযোগ ৪ জনকে গ্রেফতার সিলেটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সরকারের সহকারী এ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন মোংলার কৃতি সন্তান মনিরুজ্জামান ৫ দফা দাবীতে মানববন্ধন করেছে নীলফামারীর মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকরা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফ্যাসিস্টের দোসর নাইক্ষ্যংছড়ি বিজিবির ধারাবাহিক অভিযানে ১৯ লাখ টাকার বার্মিজ গরু ও সুপারি জব্দ,

গেইল, পোলার্ডরা পাকিস্তান সফরে রাজি নয়

গেইল, পোলার্ডরা পাকিস্তান সফরে রাজি নয়

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

ঘন কুয়াশার কারণে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল তাদের প্রস্তাবিত পাকিস্তান স্থগিত করেছে বলে ইতোপূর্বে খবর বের হয়েছিল। তবে এবার জানা গেল বিষয়টি কুয়াশা নয়, নিরাপত্তার কারণে ক্যারিবীয় দল তাদের পাকিস্তান সফর স্থগিত করেছে।

বিভিন্ন সূত্রের দাবি, ক্যারিবিয়ান কয়েকজন শীর্ষ খেলোয়াড় পাকিস্তানে নিরাপত্তার বিষয়ে তাদের শঙ্কা প্রকাশ করায় তিন ম্যাচের টি-২০ সিরিজটি স্থগিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সূত্রে জানা গেছে, বোর্ড যেহেতু সফর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি তাই আগামি বছর দুই দলের সূচির মধ্যে একটি সুযোগ বের করে প্রস্তাবিত সফরটি অনুষ্ঠিত হবে।

পিসিবির একটি সূত্র জানিয়েছে, ‘ওয়েস্ট ইন্ডিজ বোর্ড ক্রিস গেইল, কাইরন পোলার্ড এবং এবং ড্যারেন ব্রাভোর মতো কতিপয় সিনিয়র খেলোয়াড়ের সঙ্গে প্রস্তাবিত সফর সম্পর্কে আলোচনা করলে তারা পাকিস্তান সফরে আপত্তি জানায়।’ সূত্রটি আরো জানায়, ‘এমনকি পাকিস্তানে আইসিসির নিয়োগ করা নিরাপত্তা বাহিনী কর্তৃক দেওয়া আইন-শৃংখলাজনিত রিপোর্টের পর ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স এসোসিয়েশনও (ডব্লুআইপিএ) শঙ্কা প্রকাশ করেছে।’

আইসিসি’র নিয়োগ করা নিরাপত্তা বাহিনী ইতিবাচক রিপোর্ট দেয়ার পর গত সেপ্টেম্বরে লাহোরে তিন ম্যাচ টি-২০ সিরিজ খেলে বিশ্ব একাদশ। এরপর ২৯ অক্টোবর একই ভেন্যুতে একমাত্র টি-২০ ম্যাচ খেলতে রাজি হয় শ্রীলংকা ক্রিকেট বোর্ড। তবে এ সফরেও লংকান দলের সিনিয়র খেলোয়াড়রা অনুপস্থিত ছিলেন। সূত্রটি জানায়, ‘বিশ্ব একাদশ ও শ্রীলংকা দলের সফর সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজ দলের কতিপয় খেলোয়াড়ের পাকিস্তান সফর নিয়ে ভীতি কাটেনি।’

তবে আরেকটি সূত্র জানিয়েছে, ‘২৫ নভেম্বর থেকে নিউজিল্যান্ড সফর শুরু করার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলের এবং লাহোরে কুয়াশা ও ধুলিময় কন্ডিশনের কারণও এ সফর স্থগিত হওয়ার একটি কারণ। তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট যেহেতু এ সফরের প্রতিশ্রুতি দিয়ে এবং সফর আয়োজনে অঙ্গীকার করেছে তাই সফরটি দুই দলের সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে।’ বাসস।

Share Button

     এ জাতীয় আরো খবর