বাংলাদেশের যুবাদের শেষ শ্রীলঙ্কাকে উড়িয়ে
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব শেষ করেছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে যুবাদের জয়টি ৪-০ ব্যবধানের।
দুই জয়, একটি করে ড্র ও হারে ৭ পয়েন্ট নিয়ে বাছাই শেষ করল বাংলাদেশ। চার ম্যাচে বাংলাদেশ গোল দিয়েছে ৫টি; খেয়েছে ১টি।
তাজিকিস্তানের হিসোর সেন্ট্রাল স্টেডিয়ামে বুধবার প্রথমার্ধেই চার গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ত্রয়োদশ মিনিটে বিশ্বনাথ ঘোষ দলকে এগিয়ে নেওয়ার পর ৩৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রিয়াদুল ইসলাম।
৩৯তম মিনিটে স্কোরলাইন ৩-০ করা মাহবুবুর রহমান সুফিল প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়ান। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না পেলেও দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
স্বাগতিক তাজিকিস্তানকে গোলশূন্য ড্রয়ে রুখে দেওয়ার পর ১-০ গোলে মালদ্বীপকে হারায় মাহবুব হোসেন রক্সির দল। তৃতীয় ম্যাচে দারুণ লড়াইয়ের পর যোগ করা সময়ের আত্মঘাতী গোলে উজবেকিস্তানের কাছে হারে বাংলাদেশ।
মালদ্বীপের সঙ্গে ২-২ ড্রয়ের পরের দুই ম্যাচে বড় ব্যবধানে হারে শ্রীলঙ্কা। উজবেকিস্তানের কাছে ১০-০ ব্যবধানে উড়ে যাওয়ার পর তাজিকিস্তানের কাছে হজম করে ৬ গোল। বাংলাদেশের কাছে হারে ১ পয়েন্ট নিয়ে বাছাইপর্ব শেষ করল শ্রীলঙ্কা।