ড. কামাল খুনিদের সাথে ঐক্য করেছেন: নৌ-মন্ত্রী
ডিটেকটিভ নিউজ ডেস্ক
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ড. কামাল হোসেন খুনিদের সাথে ঐক্য করেছেন। জাতীয় ঐক্যফ্রন্ট হলো জগাখিচুড়ি মার্কা একটি ফ্রন্ট। জনগণ এই ঐক্যফ্রন্টকে গ্রহণ করেনি, করবেও না। গতকাল মঙ্গরলবার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরীদের এক মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি আবদুল হাকিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদার। শাজাহান খান বলেন, ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনের কোন জনভিত্তি নেই। তিনি কখনও নির্বাচনে জয়ী হতে পারেননি। আ স ম রব এবং মান্নাদেরও কোন জনসম্পৃক্ততা নেই। তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণতন্ত্র হলো উন্নয়নের গণতন্ত্র, মানুষের কল্যাণে গণতন্ত্র। শেখ হাসিনার সরকারের ১০ বছরে যে উন্নয়ন হয়েছে তা এর আগে কখনও হয়নি। তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে পুনরায় জয়যুক্ত করতে সকলের প্রতি আহ্বান জানান।