January 15, 2025, 12:23 pm

সংবাদ শিরোনাম
তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

দলীয় কার্যালয়ের কর্মসূচিতে বিএনপির ৭ নভেম্বর পালন

দলীয় কার্যালয়ের কর্মসূচিতে বিএনপির ৭ নভেম্বর পালন

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রাজধানীর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ চালুর মধ্য দিয়ে ৭ নভেম্বর পালন করছে বিএনপি। বিএনপির ভাষায় ‘বিপ্লব ও জাতীয় সংহতি দিবস’ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে জ্যেষ্ঠ নেতাদের শেরে বাংলানগরে প্রয়াত জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনে যাওয়ার কথা ছিল। তবে পুলিশের অনুমতি না পাওয়ায় দিবসের এই প্রধান কর্মসূচিটি পালন করতে পারেনি তারা। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখার উদ্যোগে সামরিক পোশাক পরিহিত জিয়াউর রহমানের ছবি সম্বলিত দুটি বিশাল ডিজিটাল ব্যানার টাঙানো হয়েছে। এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশ করেছে বিএনপি ও তার বিভিন্ন অঙ্গসংগঠন। পঁচাত্তরের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু হত্যাকা-ের পর টালমাটাল পরিস্থিতিতে ৩ নভেম্বর খালেদ মোশাররফের নেতৃত্বে অভ্যুত্থানে গৃহবন্দি হওয়ার পর পাল্টা অভ্যুত্থানে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান ৭ নভেম্বর মুক্ত হন। এর মধ্য দিয়ে জিয়া ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন, হন দেশের প্রথম সামরিক আইন প্রশাসক। পরে সামরিক আইন প্রশাসক থেকে রাষ্ট্রপতি হয়ে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠনে ভূমিকা রাখেন। বর্তমানে আওয়ামী লীগের জোটশরিক জাসদ এই দিনটিকে ‘সিপাহী-জনতার অভ্যুত্থান’ দিবস হিসেবে পালন করে। আওয়ামী লীগ পালন করে ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ হিসেবে, বিএনপির চোখে দিনটি ‘বিপ্লব ও জাতীয় সংহতি দিবস’। এবার দিনটি উপলক্ষে দলের এক যৌথ সভার পর ৫ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করে বিএনপি। ওই ঘোষণায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার কোনো কর্মসূচি না থাকলেও পরে সেখানে ৮ নভেম্বর সমাবেশ করতে প্রশাসনের অনুমতি চাওয়া হয়েছে বলে জানান দলটির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তবে রাজধানীতে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলনের কারণে গত সপ্তাহ থেকে ৮ নভেম্বর রাত পর্যন্ত সভা-সমাবেশে ও মানুষজন সমবেত হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানোর পর সময় পিছিয়ে ১১ নভেম্বর সমাবেশ করতে নতুন করে আবেদন করেছে দলটি। এদিকে দিবসটি উপলক্ষে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সকাল সাড়ে ১০টায় নয়া পল্টনে দলের কার্যালয়ের নিচ তলায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। ক্যাম্পে চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ওষুধ দেবেন সারাদিন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির উদ্বোধন করেন। এতে ড্যাব মহাসচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনসহ চিকিৎসকরা রয়েছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর