June 13, 2025, 11:29 pm

সংবাদ শিরোনাম
ডাসারে কপোত-কপোতীকে জিম্মি করে চাঁদা দাবি, গ্রেফতার ১ ঈদুল আযহার সরকারি ছুটির মাঝেও মাদারীপুর সদর উপজেলার অধিকাংশ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চালু আছে জরুরি প্রসব সেবা কালকিনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভ্যানচালকের ঘর পুড়ে ছাই–সর্বস্বান্ত পরিবার ভাঙ্গায় হাঁস কিনতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ বছরের শিশু নাজিয়ার ঝিকরগাছার বায়সা চাঁদপুর ৪দিন গত হলেও মেলেনি সোহানা হত্যার রহস্য ঝিকরগাছায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মোটরসাইকেলসহ আটক-৫ যশোরের শার্শায় যুবক খুন, ৬ দিনের ব্যবধানে ৩ হত্যাকান্ড নাইক্ষংছড়ি ও রামু ত্রাসের রাজত্ব কায়েম করা ভয়ংকর ডাকাত শাহীন অস্ত্র ও মাদকসহ যৌতবাহিনী হাতে আটক ইতালিতে স্ট্রোক করে মৃত্যুবরণ করলেন মাদারীপুরের রেমিট্যান্স যোদ্ধা শাজাহান বেনাপোলে চেকপোস্ট ইমিগ্রেশনে নতুন রূপে করোনা ভাইরাস, স্বাস্থ্য বিভাগের সতর্কতা

কুলাউড়ায় ২য় স্ত্রী-সন্তানদের জবরদখলে ছোটভাইয়ের পৈত্রিক ভূমি

কুলাউড়ায় ২য় স্ত্রী-সন্তানদের জবরদখলে ছোটভাইয়ের পৈত্রিক ভূমি

মশাহিদ আহমদ, মৌলভীবাজার

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলাধীন হাজীপুর ইউনিয়নস্থিত কেওলাকান্দি (বিলেরপাড়) গ্রামে মুক্তিযোদ্ধা বড়ভাইয়ের ২য় স্ত্রী-সন্তানরা জবরদখল করে রেখেছেন ছোটভাইয়ের পৈত্রিক ভূমি। স্থানীয় লোকজন বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তির চেষ্টা করলেও মুক্তিযোদ্ধা বড়ভাইয়ের ২য় স্ত্রী-সন্তানদের অনুপস্থিতির কারণে তা ব্যর্থ হয়। অথচ, মুক্তিযোদ্ধা বড়ভাইয়ের পুত্র বাহরাইন প্রবাসী রমজান আলী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উল্টো তার ওই ছোটচাচার বিরুদ্ধে মিথ্যা তথ্য ও কুৎস্যা প্রচার করেছে।

জানা গেছে- গ্রামের মৃতঃ মোঃ সিকন্দর আলীর মোট ত্যাজ্যবিত্তের অন্যান্য ভূমি ৩ পুত্র ইয়ামিছ আলী ওরফে আমির আলী (মুক্তিযোদ্ধা), শাহাদত আলী ও আছকর আলীর মধ্যে ভাগবাটোয়ারা হলেও, মুক্তিযোদ্ধা ইয়ামিছ আলী ওরফে আমির আলীর ২য় স্ত্রী-সন্তানরা বসবাসরত ৩.৪০ একর ভূমি ভাগবাটোয়ারা হবার আগেই তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তীতে ওই ৩.৪০ একর ভূমি ভাগবাটোয়ারা করতে চাইলে, ২য় স্ত্রী-সন্তানরা তা জোরপূর্বক জবরদখল করে রাখেন। বিষয়টি সামজিকভাবে নিষ্পত্তির জন্য স্থানীয়ভাবে একাধিকবার সালিশের আয়োজন করা হলেও, ২য় স্ত্রী-সন্তানরা উপস্থিত না হওয়ায় তা সম্ভব হয়নি। বাধ্য হয়ে ছোটভাই আছকর আলী গ্রাম আদালতে অভিযোগ করেন। কিন্তু, গ্রাম আদালতের বিচারকও বিষয়টি নিষ্পত্তি করেননি।

অথচ, মৃতঃ মুক্তিযোদ্ধা বড়ভাই ইয়ামিছ আলী ওরফে আমির আলীর পুত্র বাহরাইন প্রবাসী রমজান আলী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উল্টো তার ওই ছোটচাচা আছকর আলীর বিরুদ্ধে মিথ্যা তথ্য ও কুৎস্যা প্রচার করেছে। অপরদিকে, তার মা খাতুনা বেগম, ভাই নোমান মিয়া ও ফরজান মিয়া এবং বোন শিল্পী বেগম, শিরি বেগম ও বিউটি বেগম যোগাযোগীমূলে গত ০৭/০৯/২০১৭ইং সকালে বিরোধপূর্ণ ওই ৩.৪০ একর ভূমিস্থিত গাছ ও বাশ কেটে বিক্রি করেন। কারো বাধা আপত্তিই তারা মানেননি। এমতাবস্থায় নিরুপায় আছকর আলী গত ১৩/০৯/২০১৭ইং মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫নং আমল আদালতে একটি পিটিশন মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত মামলার বিষয়টি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। কিন্তু, কুলাউড়া থানা এ সংবাদ পরিবেশন পর্যন্তও প্রতিবেদন দাখিল করেননি। ফলে, বিচারপ্রাপ্তি নিয়েও হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন আছকর আলী।

Share Button

     এ জাতীয় আরো খবর