বিপিএলের সময়সূচিতে পরিবর্তন আসছে
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
দর্শকদের বিষয়টি মাথায় রেখে বাংলা ম্যাচ শুরুর সময়সূচিতে পরিবর্তন আসছে। ঢাকা পর্ব থেকে তা কার্যকর হবে। সিলেটে এখন দুপুর ২টায় প্রথম ম্যাচ ও দিনের দ্বিতীয় খেলা শুরু হয় সন্ধ্যা ৭টায়। বর্তমান সময়সূচিতেই হবে সিলেটের ম্যাচগুলো। তবে ঢাকা পর্বে বিপিএল শুরুর সময় কিছুটা এগিয়ে আসছে।
ঢাকায় বিপিএলে দিনের প্রথম ম্যাচ আধা ঘণ্টা এগিয়ে শুরু হবে দুপুর দেড়টায়। আর দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে সন্ধ্যা ৬টায়। দ্বিতীয় ম্যাচ শেষে দর্শকদের বাসায় ফেরার সুবিধার বিষয়টি মাথায় রেখে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর বাইরে পরের দিনের জন্য মাঠ খেলার উপযুক্ত করতেও আরেকটু বেশি সময় দিতে চায় বিপিএল গভর্নিং কাউন্সিল।
এ ব্যাপারে বিপিএল গভর্নিং কাউন্সিলের সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘কয়েকটি কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খেলা যখন শেষ হয় দর্শকদের বাড়িতে ফিরতে ভোগান্তি পোহাতে হয়। যানবাহনের স্বল্পতা থাকে। শিশির আরেকটি কারণ। প্রায় প্রতিদিনই ম্যাচ থাকে। পরদিন মাঠ প্রস্তুত করতে কিউরেটর-মাঠকর্মীদের একটু সময় দিতেই খেলা এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
আগামী ১১ নভেম্বর থেকে ঢাকা পর্ব শুরু। দিনের প্রথম ম্যাচ দিয়ে পরিবর্তিত সময়সূচি কার্যকর হবে।