জিম্বাবুয়ে টেস্ট আয়োজনে ইচ্ছুক নয়
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
লাভজনক না হওয়ায় টেস্ট ক্রিকেট আয়োজনে ইচ্ছুক নয় বলে জানিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ আয়োজন করে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। সিরিজ শেষে বোর্ড দেখেছে তাতে আর্থিক ক্ষতি হয়েছে এবং তারা এখন সীমিত ওভারের ম্যাচ আয়োজনের দিকে নজর দিচ্ছে।
জেডসি ম্যানেজিং ডিরেক্টর ফয়সাল হাসনাইন ক্রিকইনফোকে বলেন, ‘তাৎক্ষণিকভাবে আমরা যা অনুধাবন করেছি, তা হলো টেস্ট আয়োজন মানে হচ্ছে আমাদের আর্থিক ক্ষতি এবং এই মুহূর্তে তা চালিয়ে যাওয়ার সামর্থ্য আমাদের নেই। প্রকৃত সত্যি হচ্ছে আমাদের জনগণের অর্থের প্রয়োজন।’ বর্তমানে টেলিভিশন স্বত্ব এবং স্পন্সরশিপ কোন অর্থ আসছে না এবং ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত এটা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
ফয়সাল হাসনাইন বলেন, ‘আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হলে নিজ মাঠে টেস্ট খেলতে আমরা বাধ্য। তবে আইসিসি কিংবা অন্য কোন সূত্র থেকে আর্থিক সহায়তা না পেলে আমরা টিকে থাকতে পারবো না। অবশ্যই আমরা টেস্ট খেলা অব্যাহত রাখবো। তবে বর্তমান পারিপার্শ্বিক অবস্থাতে খরচ বাঁচাতে আমরা বিদেশের মাটিতে খেলতে চাই।’
হাসনাইন আরো বলেন, ‘ওয়ানডে লিগের অধীনে আমরা হোম এ- এ্যাওয়েতে ওডিআই এবং চি-২০ খেলার প্রতি মনোনিবেশ করবোন যা থেকে আমরা ভালো রাজস্ব পাওয়ার আশা করছি।’ অর্থের অভাবে গত মাস পর্যন্ত জেডসি স্টাফদের পুরো বেতন দিতে পারেনি বলে জানা গেছে।