September 19, 2024, 10:16 am

আলকাসেরের প্রশংসায় বার্সা কোচ

আলকাসেরের প্রশংসায় বার্সা কোচ

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বার্সেলোনার হয়ে চলতি লা লিগার শুরুর দিনের পর প্রথমবারের মতো সেরা একাদশে খেলতে নেমে দ্যুতি ছড়িয়েছেন পাকো আলকাসের। স্পেনের এই ফরোয়ার্ড নিজেকে গোলস্কোরার হিসেবে প্রমাণ করেছেন বলে মনে করেন কোচ এরনেস্তো ভালভেরদে।

কাম্প নউয়ে শনিবার রাতে স্পেনের শীর্ষ লিগে আলকাসেরের জোড়া গোলে সেভিয়াকে ২-১ ব্যবধানে হারায় বার্সেলোনা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্প্যানিশ এই ফরোয়ার্ডের প্রশংসা করেন ভালভেরদে।

“সে দুটি গুরুত্বপূর্ণ গোল পেয়েছে। আমরা আশা করছি, একজন স্ট্রাইকারের জন্য প্রয়োজনীয় আত্মবিশ্বাস গোল দুটি তাকে দেবে।”

“আমরা তাকে নিয়ে এবং দলের জন্য খুশি। সে খুব বেশি খেলেনি। সে দেখিয়েছে যে, সে একজন গোলস্কোরার। আমরা খুশি।”

ম্যাচের ৬৫তম মিনিটে দ্বিতীয় গোলটি করার পর আলকাসেরকে উঠিয়ে নেন ভালভেরদে। পুরো সময় খেললে হয়তো হ্যাটট্রিকের দেখা পেয়ে যেতেন ২০১৬ সালে বার্সেলোনায় নাম লেখানো এই খেলোয়াড়।

এর ব্যাখ্যা দিলেন ভালভেরদে, “সে খুব ভালো খেলছিল; কিন্তু তাকে ক্লান্তও দেখাচ্ছিল।”

লিগে রোববার বাংলাদেশ সময় রাত পৌনে ২টায় সান্তিয়াগো বের্নাবেউয়ে লাস পালমাসের মুখোমুখি হবে রিয়াল। চির প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে বার্সেলোনার পয়েন্ট ব্যবধান এখন ১১। আন্তর্জাতিক বিরতির আগে দলের এমন অবস্থানে খুশি ভালভেরদে।

“এই মুহূর্তে আমরা এগিয়ে। আমরা কোনো ভুল করছি না। ভালো একটি অনুভূতি নিয়ে আমরা আন্তর্জাতিক বিরতিতে যাব।”

১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লা লিগায় শীর্ষে আছে এখন পর্যন্ত অপরাজিত বার্সেলোনা। ভালেন্সিয়া দ্বিতীয় স্থানে আছে ৪ পয়েন্ট কম নিয়ে। ২৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ। আর ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল।

Share Button

     এ জাতীয় আরো খবর