June 24, 2025, 1:17 am

সংবাদ শিরোনাম
সুনামগঞ্জে সেনাবাহিনী-অস্ত্রধারীদের গোলাগুলি, ৪ জন আটক যশোরে মাদক মামলায় বেনাপোলের দু’জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ঢাকার কামরাঙ্গীচর যেন অনিয়মের দূর্গ সিরাজগঞ্জে কাব স্কাউটদের কাব কার্ণিভাল অনুষ্ঠিত বেনাপোল কাষ্টমস হাউজে ফের কলমবিরতি চলছে গাইবান্ধার সাদুল্লাপুরে প্রতিবেশীর ঝুঁকিপূর্ণ পুরনো ৬টি গাছের নিচে মৃত্যু ঝুঁকিতে সাংবাদিক পরিবারের বসবাস, আতঙ্কে ব্যবসায়ীরা! ইউএনও’র তদন্ত ‘দায়সারা’ ভারতীয় পন্যসহ ৩ জনকে আটক করেছে শেরপুর ফাঁড়ি পুলিশ ভারতে যাওয়ার পথে বেনাপোলে আটক “তারাগঞ্জ উপজেলা চেয়ারম্যান” আনিছুর রহমান গৌরনদীতে ঝুঁকিপূর্ণ আয়রন ব্রিজে পারাপার এলাকাবাসী ও বিদ্যালয়মুখী মানুষের চরম দুর্ভোগ বামনায় নবগঠিত গভনিং বডির অভিষেক অনুষ্ঠান

ভালভেরদের আস্থা ‘ঘাতক’ সুয়ারেসে

ভালভেরদের আস্থা ‘ঘাতক’ সুয়ারেসে

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

দলের আক্রমণভাগের অন্যতম সদস্য লুইস সুয়ারেস গোল খরায় থাকলেও চিন্তিত নন এরনেস্তো ভালভেরদে। বার্সেলোনার কোচের মতে উরুগুয়ের এই স্ট্রাইকার একজন ‘ঘাতক’।

চলতি লা লিগায় এখন পর্যন্ত আট ম্যাচ খেলে ৩টি গোল করেছেন সুয়ারেস। জালের দেখা পাননি শনিবার কাম্প নউয়ে সেভিয়ার বিপক্ষে বার্সেলোনার ২-১ গোলের জয়ের ম্যাচেও। জোড়া গোল করে দলকে জেতান স্প্যানিশ ফরোয়ার্ড পাকো আলকাসের।

তবে সুয়ারেসের উপর আস্থা হারাচ্ছেন না ভালভেরদে। বরং সাম্প্রতিক ম্যাচগুলোতে ৩০ বছর বয়সী এই শিষ্যর খেলায় কিছু ইতিবাচক দিক দেখছেন তিনি।

“সম্প্রতি আমরা সুয়ারেস নিয়ে অনেক কথা বলছি। কিন্তু সে যেভাবে পরিশ্রম করে এবং আমাদের যে সব কিছু দেয় তাতে আমি তাকে পেয়ে খুশি। সে একজন ঘাতক।”

“ইদানিং সে গোল করছে না, কিন্তু সমসময় গোল করার সুযোগ পাচ্ছে। সেভিয়ার বিপক্ষেও পেয়েছে। এটা ভালো একটি লক্ষণ।”

লিগে এখন পর্যন্ত অপরাজিত বার্সেলোনা ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ভালেন্সিয়া দ্বিতীয় স্থানে আছে ৪ পয়েন্ট কম নিয়ে। ২৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ। আর ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

আন্তর্জাতিক বিরতির পর আগামি ১৮ নভেম্বর লেগানেসের মাঠে খেলতে যাবে ভালভেরদের দল।

Share Button

     এ জাতীয় আরো খবর