জামাল দিল্লিতে ৩২তম
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
ভারতের নয়া দিল্লিতে প্যানাসনিক ওপেন গলফে শুরুটা ভালো হলেও শেষটা আশানুরূপ হয়নি জামাল হোসেন মোল্লার। যৌথভাবে ৩২তম হয়ে এশিয়ান ট্যুরের এ প্রতিযোগিতা শেষ করেছেন বাংলাদেশের এই গলফার।
দিল্লি গলফ ক্লাবে রোববার চতুর্থ ও শেষ রাউন্ডে চারটি বার্ডির পাশাপাশি তিনটি বোগি করেন জামাল। চার রাউন্ড মিলিয়ে পারের চেয়ে দুই শট কম খেলে পাঁচজনের সঙ্গে ৩২তম হন তিনি।
যৌথভাবে চতুর্দশ স্থানে থেকে প্রথম রাউন্ড শেষ করা জামাল দ্বিতীয় রাউন্ডে উঠে আসেন দশম স্থানে। কিন্তু তৃতীয় রাউন্ডে পারের চেয়ে চার শট বেশি খেলে নেমে যান ৩৬তম স্থানে।
চার লাখ ডলার প্রাইজমানির এই প্রতিযোগিতায় পারের চেয়ে ১৭ শট কম খেলে সেরা হয়েছেন স্বাগতিক দেশের শিব কাপুর।