January 15, 2025, 8:03 pm

সংবাদ শিরোনাম
ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

‘তালাকের’ পর স্বামী-স্ত্রীর সমঝোতায় চটেছেন গ্রাম্য মোড়লরা

‘তালাকের’ পর স্বামী-স্ত্রীর সমঝোতায় চটেছেন গ্রাম্য মোড়লরা

ডিটেকটিভ নিউজ ডেস্ক

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডুয়াইল ইউনিয়নের বালিয়া গ্রামে রোববার দুপুরে গ্রাম্য সালিশিতে এক পরিবারকে সমাজচ্যুত করার ফতোয়া দিয়েছেন স্থানীয় ইমামসহ গ্রাম্য মোড়লরা। গ্রামের লোকজন তাদের সঙ্গে মেলামেশা করতে পারবেন না। দোকানদাররা বিক্রি করতে পারবে না কেনো পণ্যসামগ্রী। এমনকি সমাজচ্যুত সেই স্বামী-স্ত্রী যোগ দিতে পারবেন না সামাজিক আচার অনুষ্ঠানে।

ফতোয়া জারি করে সমাজচ্যুত করার ঘটনাটি জামালপুরে তোলপাড় সৃষ্টি করেছে।

স্থানীয়রা জানান, বালিয়া গ্রামের শাজাহান খানের ছেলে রাসেল মাহমুদ তিন বছর আগে পৌর এলাকার বলার দিয়ার গ্রামের আবু বক্কর সিদ্দিকের মেয়ে আঁখি আক্তারকে বিয়ে করেন। তাদের মধ্যে দাম্পত্য কলহের এক পর্যায়ে ৬ মাস আগে রাসেল মাহমুদ তার স্ত্রীকে তালাক দেন।

এই নিয়ে নারী নির্যাতন আইনে মামলা দায়ের হয়। সপ্তাহ দুয়েক আগে নিজেরা আদালতের মাধ্যমে মিটমাট করে ফের এক সাথে বসবাস শুরু করেন।

রাসেল মাহমুদ তার স্ত্রীকে গ্রামে নিয়ে এলে ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রামের মোড়লরা। পরিবারটির ঘর সংসার নাজায়েজ দাবী করে ওই গ্রামের মোড়ল ও মসজিদ কমিটির সভাপতি সাত্তার ফকিরের বাড়ীতে শনিবার রাতে সালিশ বৈঠকের আয়োজন করা হয়।

সাত্তার ফকিরের সভাপতিত্বে সালিস বৈঠকে উপস্থিত ছিলেন রফিক ফকির, মান্নান ফকির, হাকিম শেখ, মসজিদের ইমাম হানিফ উদ্দিনসহ অর্ধ শতাধিক গ্রামবাসী।

বৈঠক শেষে ইমাম হানিফ উদ্দিন ফতোয়া জারি করেন যে, রাসেল ও আঁখি তালাকের পর ফের ঘর-সংসার করছেন, যা শরীয়ত মোতাবেক নাজায়েজ। তাই তাদেরকে সামাজিক সকল কার্যক্রম থেকে বয়কটের সিদ্ধান্ত নেয়া হলো। পরদিন সকালে ইমাম হানিফ উদ্দিন সমাজচ্যুত পরিবারটির বাড়ীতে গিয়ে ফতোয়ার সিদ্ধান্তটি জানান।

এ ব্যাপারে সালিশ বৈঠকের সভাপতি গ্রাম্য মোড়ল আলহাজ সাত্তার ফকির বলেন, স্ত্রীকে তালাক দেয়ার পর সেই স্ত্রীকে নিয়ে ঘর-সংসার করা নাজায়েজ।

‘স্ত্রীকে তালাক দেয়ার পর আবার তার সাথে ঘর সংসার করতে চাইলে সেই স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে বিয়ে দিতে হবে এবং অন্য পুরুষ যদি তাকে তালাক দেয় তাহলেই রাসেল মাহমুদ ফের নতুন করে বিয়ে করে সংসার করতে পারবে,’ যোগ করেন এই মোড়ল।

ফতোয়ার শিকার রাসেল মাহমুদ জানান, রাগের মাথায় না বুঝে তালাক দিয়েছিলাম। আমার একটা দেড় বছরের মেয়ে সন্তান আছে। তার কথা চিন্তা করে আদালতের মাধ্যমে স্ত্রীকে ফিরিয়ে নিয়েছি।

সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) আবু তাহের সমাজচ্যুতের ঘটনার খবরটি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছিলাম। স্বামী-স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ির কারণে সমাজের লোকজন ওই পরিবারকে সমাজ থেকে আলাদা করে দিয়েছে। তারা স্বাভাবিক চলাফেরা করতে পারবে কিন্তু সমাজের সাথে তাদের সম্পর্ক রাখেনি গ্রামের মাতব্বরা।

Share Button

     এ জাতীয় আরো খবর